চুলের যত্নে ব্যবহার করুন জবা ফুলের তৈরি হেয়ার প্যাক, দূর হবে টাকের সমস্যা

Published : Feb 21, 2024, 07:04 PM IST
Hibiscus

সংক্ষিপ্ত

চুলের যত্নে ব্যবহার করুন জবা ফুলের তৈরি হেয়ার প্যাক, দূর হবে টাকের সমস্যা।

চুল নিয়ে সারা বছর চলতে থাকে নানান সমস্যা। কখনও খুশকি তো কখনও চুল পড়ার সমস্যা। এরই সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে টাক পড়ার সমস্যা। চুলের যত্নে ব্যবহার করুন জবা ফুলের তৈরি হেয়ার প্যাক, দূর হবে টাকের সমস্যা।

একটি পাত্রে ২ থেকে ৩ টি লাল জবা এবং এক মুঠো জবা পাতা নিন। সেগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এবার বেটে নিন। অন্য দিকে, একটি পাত্রে ২ চামচ টক দই নিয়ে ফেটিয়ে নিন। এবার বেটে রাখা জবা ও জবা পাতা নিন। তা টক দই দিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। ভালো করে মিশিয়ে নিন। স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন। এতে মিলবে উপকার। চুলের হাল ফেরাতে সপ্তাহে মাত্র ১ দিন এই হেয়ার মাস্ক ব্যবহার করলে মিলবে উপকার।

জবা ফুল ভিটামিনে পরিপূর্ণ। এতে ভিটামিন সি এবং বি আছে। আছে ক্যালসিয়াম, পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম। এই সকল উপাদান চুলের জন্য উপকারী।

জবা ফুলে আছে অ্যামিনো অ্যাসিড। উপাদানটি কেরাটিন উৎপাদনে সাহায্য করে। চুলের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জবা ফুল।

ভিটামিন সি স্ক্যাল্পের অন্দরে কোলাজেনের উৎপাদন করে। চুলের বৃদ্ধির জন্য বেশ উপকারী এই উপাদান। চুলের সমস্যা সমাধানে ব্যবহার করতে পারেন জবা ফুল।

এভাবে সপ্তাহে অন্তত ১ দিন জবা ফুল ব্যবহার করুন। দূর হবে টাকের সমস্যা। তেমনই গজাবে নতুন চুল। চুলের যাবতীয় সমস্যা দূর করতে ব্যবহার করতে পারেন এই হেয়ার প্যাক।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

আরও পড়ুন

Jujube Fruit: কুল বা বরই ক্যান্সার রোধে বা হজমের সমস্যায় সহায়ক, তবে এই ব্যক্তিদের জন্য এটি বিষের সমান

Gum Bleeding: সাবধান! আপনারও দাঁত ব্রাশ করার সময় গাম ব্লিডিং হচ্ছে? এগুলি হতে পারে এই মারাত্মক রোগের লক্ষণ

PREV
click me!

Recommended Stories

ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফেরাতে কফির কিছু ঘরোয়া টিপস জানুন
শীতের দিনে চুলে শ্যাম্পু করলে রুক্ষতা না করলে খুশকির সমস্যা, করুন কয়েকটি ঘরোয়া উপায়