ঘরোয়া স্ক্রাবারেই মিলবে অসাধারণ জেল্লা, ব্যবহার করতে পারেন এই আটটি স্ক্রাবারের মধ্যে একটি

Published : Mar 08, 2025, 02:41 PM IST
Homemade Scrub

সংক্ষিপ্ত

ত্বকের রুক্ষ্ম ভাব, কালো ছোপ দূর করতে ব্যবহার করুন ঘরোয়া স্ক্রাবার। মধু ও ওটস, কফি ও কাঁচা দুধের মতো উপাদান দিয়ে তৈরি স্ক্রাবার ত্বকের নোংরা দূর করে জেল্লা বাড়ায়। জেনে নিন এই ৮টি স্ক্রাবার ব্যবহারের নিয়ম।

ত্বক নিয়ে নানান জটিলতা থেকেই যায়। বিশেষ করে ত্বকের রুক্ষ্ম ভাব, কালো ছোপ, ব্রণ, চুলকানির মতো সমস্যা। এই সবের অন্যতম কারণ হল ত্বকের রোমকূপে জমে থাকা নোংরা। আজ রইল বিশেষ টিপস। ব্যবহার করুন ঘরোয়া স্ক্রাবার। ঘরোয়া স্ক্রাবারেই মিলবে অসাধারণ জেল্লা। ব্যবহার করতে পারেন এই আটটি স্ক্রাবারের মধ্যে একটি। জেনে নিন কী করবেন।

মধু ও ওটস

প্রথমে ওটস মিহি করে বেটে নিন। এবার তার সঙ্গে মেশান মধু। সামান্য গোলাপ জলও দিতে পারেন। ভালো করে পেস্ট করে নিন। মুখে লাগান। কিছু সময় রেখে ঘষে নিন। এতে ত্বকের নোংরা মুহূর্তে দূর হবে। এই স্ক্রাবার একবার ব্যবহারেই ত্বকে আসবে জেল্লা।

কফি ও কাঁচা দুধ

কফি ও কাঁচা দুধের স্ক্রাবার ত্বকের জন্য বেশ উপকারী। পাত্রে কফি নিন। তাতে পরিমাণ মতো কাঁচা দুধ দিন। ঘন পেস্ট তৈরি করে তা ত্বকে লাগান। এবার কিছু সময় রেখে ঘষে নিন। এতে ত্বকের নোংরা মুহূর্তে দূর হবে। এই স্ক্রাবার একবার ব্যবহারেই ত্বকে আসবে জেল্লা।

মধু ও ব্রাউন সুগার

ব্যবহার করতে পারেন মধু ও ব্রাউন সুগারের স্ক্রাবার। মধুর সঙ্গে ব্রাউন সুগার মেশান। মুখ জল দিয়ে ধুয়ে হালকা করে মুছে নিন। এবার এই প্যাক লাগান। ২০ মিনিট অপেক্ষা করে ঘষে ধুয়ে নিন।

কলা

কলার প্যাক লাগাতে পারেন। পাত্রে কলা নিয়ে চটকে নিন। তা মুখে লাগান। ২০ মিনিট অপেক্ষা করে ঘষে ধুয়ে নিন। একবার ব্যবহারেই ত্বকে আসবে জেল্লা। সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন ব্যবহার করুন এই প্যাক।

টমেটো ও ব্রাউন সুগার

ব্যবহার করতে পারেন টমেটো ও ব্রাউন সুগারের স্ক্রাবার। টমেটো কেটে ভিতরের জেলের মতো অংশ বের করে নিন। তার সঙ্গে ব্রাউন সুগার মেশান। এবার এই প্যাক লাগান। ২০ মিনিট অপেক্ষা করে ঘষে ধুয়ে নিন।

 

PREV
click me!

Recommended Stories

ঈশা আম্বানির মতো ৫টি হেয়ার অ্যাক্সেসরিজ, বিয়ের সাজ করবে সম্পূর্ণ
পায়ের গোড়ালি ফাটা থেকে ত্বকে টান, শীতে পায়ের যত্নে মেনে চলুন এই টিপসগুলি