শীতের মরশুমে চুল ভালো থাকবে টক দইয়ের গুণে, রইল প্যাকের হদিশ, দেখে নিন এক ঝলকে

শীতের রুক্ষ, খুশকি, আর ডগা ফাটা চুলের সমস্যা থেকে মুক্তি পেতে টক দইয়ের বিভিন্ন হেয়ার প্যাক ব্যবহার করুন। ডিম, অলিভ অয়েল, অ্যালোভেরা, নারকেল তেলের সাথে টক দই মিশিয়ে প্যাক তৈরি করে নিয়মিত ব্যবহারে পাবেন উপকার।

শীতের সময় চুল নিয়ে চলতে থাকে হাজারটা সমস্যা। রুক্ষ্ম চুল, ডগা চেরা থেকে খুশকির সমস্যায় জেরবার অনেকেই। এই সমস্যা দূর হবে টক দইয়ের গুণে। রইল প্যাকের হদিশ, দেখে নিন এক ঝলকে।

ডিম ও দই

Latest Videos

একটি পাত্রে ডিম ফেটিয়ে নিন। তাতে মেশান টক দই। ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে তা স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২ দিন ব্যবহারে মিলবে উপকার।

দই ও অলিভ অয়েল

একটি পাত্রে দই নিন। তা ফেটিয়ে নিন। এতে মেশান অলিভ অয়েল। ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে তা স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। সপ্তাহে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

দই ও অ্যালোভেরা

অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। অ্যালোভেরা জেল মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নিন। তার সঙ্গে মেশান দই। ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।

দই ও নারকেল তেল

লাগান দই ও নারকেল তেলের হেয়ার প্যাক। একটি পাত্রে দই নিন। তা ফেটিয়ে নিন। এতে মেশান নারকেল তেল। ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে তা স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। হালকা হাতে ম্যাসাজ করুন। সপ্তাহে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

মেনে চলুন এই সকল টিপস। এতে চুলের সমস্যা দূর হবে। তেমনই চুল ভালো থাকবে। 

Share this article
click me!

Latest Videos

এ কী ভয়ানক দৃশ্য! ঘর ভেঙে ঢুকে গেল আস্ত গাড়ি, আতঙ্কে South 24 Parganas-এর Basanti | South 24 Pargana
তৃণমূল মানে কি? : শুভেন্দু | Suvendu Adhikari | Shorts | #shorts | #bjpnews | #banglanews
'বাংলাদেশের সেনাবাহিনী? সেটা আবার কি' চরম খিল্লি শুভেন্দুর | Suvendu Adhikari | #shorts | #bjp
Suvendu Adhikari Live : রামনগরের মঞ্চে ঝাঁঝাল ভাষণ শুভেন্দুর! দেখুন সরাসরি | Asianet News Bangla
'AAP গত ১০ বছরে দিল্লির বড় ক্ষতি করে দিয়েছে', নির্বাচনী প্রচারে গিয়ে বিস্ফোরক Narendra Modi