চুল পড়ার সমস্যা লেগে আছে সারা বছর। সমস্যা থেকে বাঁচতে নানান পদ্ধতি মেনে চলেন অনেকে। কেউ মোটা টাকা খরচ করে পার্লার ট্রিটমেন্ট করেন। কেউ আবার ঘরোয়া টোটকা মেনে চলেন। তেমনই আবার নিত্য নতুন পদ্ধতি মেনে চলেন সকলে। আজ রইল বিশেষ টিপস। এবার চুল পড়া বন্ধ হওয়ার সঙ্গে দূর হবে টাকের সমস্যা। মাথায় লাগান সরষের তেল। ১ মাস ব্যবহারে মিলবে উপকার। জেনে নিন কোনও উপায় লাগালে লাভ হবে।
সরষের তেলের সঙ্গে পেঁয়াজের রস মিশিয়ে প্যাক বানান। একটি পাত্রের ২ টেবিল চামচ সরষের তেল নিন। তাতে মেশান ২ টেবিল চামচ পেঁয়াজের রস। এবার ১টি ভিটামিন ই ক্যাপসুল দিন। এবার ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা মাথার ত্বকে লাগান। ভালো করে ম্যাসাজ করুন। অন্তত ১ ঘন্টা রেখে দিন। কিছুক্ষণ পর শ্যাম্পু করে নিন। সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।
সরষের তেলে আছে নানান উপকারী উপাদান। যা চুল গজাতে সাহায্য করে। তেমনই এই প্যাকে যোগ করা আছে পেঁয়াজের রস। পেঁয়াজে আছে উপকারী উপাদান। যা চুল পড়া বন্ধ করতে ও নতুন চুল গজাতে সাহায্য করে থাকে। তেমনই এতে ভিটামিন ই ক্যাপসুল দেওয়া হয়। চাইলে তা নাও দিতে পারেন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করলেই পাবেন উপকার।
চুলের