চুল সুন্দর হবে টমেটোর গুণে, না খেয়ে মাথায় মাখুন টমেটো, জেনে নিন কোন উপায় মিলবে উপকার

চুল সুন্দর করতে টমেটোর নানান প্যাক ব্যবহার করার পদ্ধতি। টমেটোর সাথে দই, মধু, লেবুর রস, ডিমের সাদা অংশ এবং অ্যালোভেরার মতো উপাদান মিশিয়ে তৈরি করুন ঘরোয়া হেয়ার প্যাক।

চুল সুন্দর করতে সকলেই নানান পদ্ধতি মেনে চলেন। কেউ বাজার চলতি পণ্য ব্যবহার করেন তো কেউ পার্লার ট্রিটমেন্ট করেন। এবার চুল সুন্দর করতে হাতিয়ার করুন টমেটো। না খেয়ে মাথায় মাখুন টমেটো। মিলবে উপকার। জেনে নিন কীভাবে প্যাক তৈরি করবেন।

টমেটো ও দই-র প্যাক

Latest Videos

হেয়ার প্যাক বানান টমেটো ও দই দিয়ে। টমেটো কেটে ব্লেন্ড করে নিন। এবার একটি পাত্রে দই নিয়ে ফেটিয়ে নিন। তাতে মেশান টমেটো। ভালো করে পেস্ট তৈরি করুন। এবার তা স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন।

টমেটো ও মধুর প্যাক

প্যাক বানান টমেটো ও মধু দিয়ে। টমেটো কেটে ব্লেন্ড করে নিন। এবার একটি পাত্রে টমেটোর রস নিন। তাতে মেশান মধু। তা তুলোয় করে চুলে লাগানা। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।

টমেটো ও লেবুর রসের প্যাক

প্যাক বানাতে পারেন টমেটোর লেবুর রস দিয়ে। টমেটো কেটে ব্লেন্ড করে নিন। এবার একটি পাত্রে টমেটোর রস নিন। তাতে মেশান লেবুর রস। চুলে লাগানা। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।

টমেটো ও ডিমের প্যাক

একটি পাত্রে ডিমের সাদা অংশ নিন। ভালো করে ফেটিয়ে নিন। অন্যদিকে, টমেটো কেটে তা মিক্সিতে ব্লেন্ড করে নিন। এবার এর সঙ্গে ডিম মেশান। প্যাক বানান। তা চুলে লাগানা। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।

টমেটো ও অ্যালোভেরার প্যাক

অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। এবার টমেটো কেটে নিন। মিক্সিতে তা দিয়ে ব্লেন্ড করে নিন। দুটো উপাদান ব্লেন্ড করে প্যাক বানান। তা চুলে লাগানা। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।

 

 

Share this article
click me!

Latest Videos

'মমতাকে না সরালে বাংলায় হিন্দুদের চরম পরিণতি হবে' থানা থেকে ছাড়া পেয়ে আশঙ্কা প্রকাশ সুকান্তর
জাতীয় সড়ক অবরোধ করে Sukanta-কে আটক, পুলিশের বিরুদ্ধে বড় পদক্ষেপ সুকান্তর | Sukanta Majumdar
‘পুলিশের বন্দুক কী অভিষেকের মেয়ের বিয়েতে ফাটানোর জন্য রাখা হয়েছে!’ সুকান্তর চরম তুলোধোনা মমতাকে
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today
সমবায় সমিতির নির্বাচনে বড়সড় সাফল্য বিজেপির, জয়ী প্রার্থীদের সংবর্ধনা দিলেন শুভেন্দু অধিকারী