Chocolate Day-তে প্রিয়জনকে পাঠান মিষ্টি শুভেচ্ছা, রইল সেরা ১০ শুভেচ্ছা বার্তার হদিশ

Published : Feb 08, 2025, 06:20 PM IST

চকলেট ডে উপলক্ষে বিভিন্ন মিষ্টি শুভেচ্ছাবার্তা। ভালোবাসার মানুষকে চকলেটের সাথে তুলনা করে মিষ্টি ভালোবাসা প্রকাশ করা হয়েছে।

PREV
110

আজ এই বিশেষ দিনে শুধু তোমার জন্য রইল চকলেটে ভরা আলিঙ্গন। Happy Chocolate Day।

210

এসো আমাদের ভালোবাসা দিয়ে চকলেট ডে-কে আরও মিষ্টি করে তুলি। Happy Chocolate Day।

310

আমার চোখে বিশ্বের সবচেয়ে মিষ্টি মেয়েকে জানাই চকলেট ডে-র শুভেচ্ছা। Happy Chocolate Day।

410

তুমি আমার জীবনের সেরা মিষ্টি চকলেট। Happy Chocolate Day।

510

তোমার স্পর্শ আমার দিনগুলোকে চকলেটের মতো মিষ্টি করে তোলে। Happy Chocolate Day।

610

চকলেট ডে-তে বলছি তোমায়, তোমার ভালোবাসা ছাড়া আমার জীবন একেবারে অসম্পূর্ণ। Happy Chocolate Day।

710

তোমার ভালোবাসা আমার জীবনে চকলেটের মতো মিষ্টি। Happy Chocolate Day।

810

চকলেটের স্বাদ আর তোমার ভালোবাসা- এই দুটো আমার জীবনের সুখের সূত্র। Happy Chocolate Day।

910

চকলেটের মতো মিষ্টি তোমার হাসি, যা আমার মনকে প্রতিদিন আনন্দে ভরে দেয়। Happy Chocolate Day।

1010

এই বিশেষ দিনে তোমাকে পাঠাচ্ছি এক মুঠো চকলেট ও অফুরন্ত ভালোবাসা। Happy Chocolate Day।

click me!

Recommended Stories