Marriage Life: জন্মের তারিখই দিয়ে দেবে উত্তর! প্রেম করে বিয়ে, নাকি আপনার অ্যারেঞ্জড ম্যারেজ?
আপনার জন্ম তারিখ (Birth Date) খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। যা থেকেই বুঝে যাবেন যে, আপনার প্রেম করে বিয়ে (Love Marriage) হবে নাকি বাড়িতে দেখাশোনা করে বিয়ে হবে (Arranged Marriage)।
Marriage Life: বিয়ে এমন একটি বিষয়, যা নিয়ে অবিবাহিত নারী-পুরুষের মনেই চিন্তাভাবনা থাকে
প্রত্যেক ব্যক্তির হাতেই একটি বিবাহ রেখা আছে, যা ভাগ্যে প্রেম-বিবাহের ভবিষ্যৎকে দিক নির্দেশ করে। সংখ্যাতত্ত্ব অনুযায়ী, কোন সংখ্যার জন্মদিন হলে ব্যক্তির লাভ ম্যারেজ হবে? আর কার ভাগ্যে অপেক্ষা করে রয়েছে অ্যারেঞ্জড ম্যারেজ? তা পুরোটাই জানা যায় (Love Marriage or Arrange Marriage)।
210
যাদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে, তাদের প্রেম বেশিরভাগ সময় একতরফা হয়ে থাকে
সহজে নিজের ভালোবাসা তারা প্রকাশ করতে পারে না। এই আচরণের জন্য তাদের প্রেমের বিয়ের যোগ কিছুটা কম।
310
যাদের জন্ম আবার ২, ১১, ২০ এবং ২৯ তারিখ, তারা প্রেমের বিষয়ে খুব মনোযোগী হয়ে থাকেন
তাই খুব সাবধানে প্রেমে পা ফেলা উচিত। এদের লাভ ম্যারেজ হওয়ার যোগ কিন্তু প্রবল (Love Marriage or Arrange Marriage Prediction Calculator)।
410
যাদের জন্ম ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে হয়ে থাকে, তারা প্রেম নিয়ে খুব সাবধানী হয়ে থাকে
একবার ভালোবাসলে, তারা বিয়ে করার লক্ষ্যেই অগ্রসর হন।
510
যাদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে, তারা অনেক বেশি রোম্যান্টিক হয়ে থাকেন
চলতে ফিরতেই প্রেমে পড়ে যান তারা। তবে হ্যাঁ, সম্পর্কে একবার এগোলে তা বিয়ের দিকটিকেই নিশ্চিত করে।
610
জন্মসংখ্যা ৫: ৫, ১৪ এবং ২৩ তারিখে যে সমস্ত ব্যক্তিরা জন্ম নেন, তারা খানিকটা একরোখা হন
এরা কখনোই প্রেমের সম্পর্কে নিজের ভুল মেনে নিতে পারেন না। তাছাড়া এরা ভীষণ পরিবার কেন্দ্রিক। তাই তাদের অ্যারেঞ্জড ম্যারেজ হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে (Love Marriage or Arrange Marriage by date of birth)।
710
যাদের জন্ম ৬: ৬, ১৫ এবং ২৪ তারিখে, তারা সঙ্গী বেছে নিতে গিয়ে রীতিমতো বিভ্রান্ত হয়ে পড়েন
তবে তারা প্রেম করেই বিয়ে করতে বেশি আগ্রহী হয়ে থাকেন এবং করেনও তাই।
810
অন্যদিকে, ৭: ৭, ১৬ এবং ২৫ তারিখে জন্মানো ব্যক্তিরা বেশিরভাগ সময়েই খুব মুখচোরা এবং লাজুক প্রকৃতির
ফলে, প্রেম করে বিয়ে করতে গিয়ে তাদের বেশ বেগ পেতে হয়।
910
৮, ১৭ এবং ২৬ তারিখে কারোর জন্মদিন হলে তারা বেশ খানিকটা লাজুক প্রকৃতিরই হয়ে থাকে
তাই এই জন্মসংখ্যার ব্যক্তিরা বেশিরভাগ সময়েই অ্যারেঞ্জড ম্যারেজ করে থাকে।
1010
৯, ১৮ এবং ২৭ তারিখে জন্ম যে ব্যক্তিদের, তারা আবার প্রেম নিয়ে খুব একটা মাথা ঘামান না
বরাবরই নিজের কাজে মেতে থাকেন এবং তারা সময় পেলে অ্যারেঞ্জড ম্যারেজই করে থাকেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।