Promise Day-তে মনের কথা জানান ভালোবাসার মানুষকে, রইল ১০টি সেরা শুভেচ্ছা বার্তার হদিশ

Published : Feb 10, 2025, 07:52 PM IST

Promise Day-তে মনের কথা জানান ভালোবাসার মানুষকে। রইল সেরা ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ। জেনে নিন কী লিখবেন। 

PREV
110

রাস্তা যতই কঠিন হোক, আমরা একসঙ্গে হাঁটব। Happy Promise Day।

210

আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমাকে ভালোবেসে যাব। Happy Promise Day।

310

চলার পথের সকল বাধা একসঙ্গে অতিক্রম করব। Happy Promise Day।

410

সুখ-দুঃখ, হাসি-কান্নায় তোমার পাশে থাকার প্রতিজ্ঞা জানাই এই প্রমিশ ডে-তে। Happy Promise Day।

510

তুমি আমার জীবনকে এক নতুন অর্থ দিয়েছ। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আমার বাকি জীবন তোমার সঙ্গে কাটাব। Happy Promise Day।

610

ভালোবাসার প্রতিজ্ঞা নয়, বরং এই বিশেষ দিনে জানাই তোমাকে ভালো রাখার প্রতিশ্রুতি। Happy Promise Day।

710

প্রতিশ্রুতি শুধু মনের কথা নয়। এটি হল ভালোবাসার প্রকাশ। Happy Promise Day।

810

হাতে হাত রেখে কাটাব সারা জীবন। এই বিশেষ দিনে এটাই আমার প্রতিশ্রুতি। Happy Promise Day।

910

আমি প্রতিদিন আরও বেশি করে তোমাকে আরও ভালোবাসার প্রতিশ্রুতি দিচ্ছি। Happy Promise Day।

1010

আমার জীবনে প্রতিটি সকাল শুরু করতে চাই তোমার সঙ্গে। এটাই আমার অঙ্গীকার। Happy Promise Day।

click me!

Recommended Stories