সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেন্টান্স ডে, ক্যালেন্ডারে উল্লেখ না থাকলেও যুব বাঙালির মনে এই দিন খুব বিশেষ

এই বছর সরস্বতী পুজো ও ভ্যালেন্টান্স ডে একই দিনে। তাই এই দিনের উত্তেজনা যেন চরমে পৌঁছেছে। সকাল থেকেই যুগলদের ভিড় রাস্তা জুড়ে।

 

deblina dey | Published : Feb 14, 2024 5:25 AM IST

পঞ্জিকা মতে, মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতেই হয় সরস্বতী পুজো। তবে এই বছর একটু ব্যতিক্রম। মাত্র একদিনের জন্য ফাল্গুণ মাসে এবার পালন হচ্ছে সরস্বতী পুজো। আর এই বছর সরস্বতী পুজো ও ভ্যালেন্টান্স ডে একই দিনে। তাই এই দিনের উত্তেজনা যেন চরমে পৌঁছেছে। সকাল থেকেই যুগলদের ভিড় রাস্তা জুড়ে।

সরস্বতী পুজো আর ভ্যালেন্টান্স ডে মিলেমিশে এক দারুণ প্রেমময় দিন কাটাতে চলেছে সকলে। আর এই দুই দিবসের মিশেলে বাঙালি এই বিশেষ দিনটি তাঁদের নিজস্ব প্রেম দিবস হিসেবেই বানিয়ে নিয়েছে-

স্কুলের প্রথম চোখে চোখে ইশারা হোক বা কলেজের প্রেম। এছাড়া হোক প্রাপ্তবয়স্কদের প্রেম, এদিনে কিন্তু সেজেগুজে যুগলদের রাস্তায় দেখা হবেই। কারণ সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেন্টান্স ডে। তাই এই দিনে ভ্যালেন্টান্স ডে পড়ুক বা না পড়ুক বাঙালি এই দিনটিকে নিজের মতো করে কিন্তু বাঙালির ভ্যালেন্টান্স ডে হিসেবে পালন করে আসছে। ক্যালেন্ডারে এই দিনের উল্লেখ না থাকলেও যুব বাঙালির মনে এই দিন খুব বিশেষ।

Read more Articles on
Share this article
click me!