Travel Tips: সিকিমে তুষারপাতের মতো দার্জিলিং-এও কি তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে বড়দিনের আগে?

Published : Dec 24, 2025, 01:33 PM IST
Sikkim

সংক্ষিপ্ত

Travel Tips: বড়দিনের আগেই তুষার চাদরে মুখ ঢাকতে চলেছে সিকিমের উঁচু পাহাড়ি এলাকা। অন্তত আবহাওয়া দপ্তর সূত্রে তেমনই আভাস মিলেছে।

Travel Tips: সিকিমের বিভিন্ন এলাকায় তুষারপাত হবে বলে পূ্র্বাভাস ছিল। আর তা সত্যি করে সিকিম ও দার্জিলিংয়ের উঁচু অংশে শুরু হল তুষারপাত। এদিন তুষারপাত হয় দার্জিলিংয়ের সান্দাকফু ও সীমান্ত এলাকায়। এরই সঙ্গে সিকিমের পেলিং ও লাচুংয়ে মঙ্গলবার রাত থেকেই টানা তুষারপাত শুরু হয়েছে। লাচুং থেকে পেলিং, রাবাংলা, ছাঙ্গু সহ বিস্তীর্ণ এলাকায় তুষারপাত হয় সাদা চাদরে ঢেকে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। শীতের মরশুমে এটাই এই এলাকায় প্রথম তুষারপাত।

উত্তর সিকিমের লাচুং সহ বিভিন্ন এলাকায় তুষারপাতের সঙ্গেই এদিন তাপমাত্রা আরও কমেছে। কনকনে ঠান্ডায় কাঁপছে সিকিমের পাহাড়। এরই সঙ্গে বুধবার সেখানে হয় শিলাবৃষ্টিও। এদিন রাভাংলা এলাকায় শিলাবৃষ্টি হয়েছে। তবে, এটা চলতি বছরে প্রথম তুষারপাত নয়। এই বারে সিকিমে প্রথম তুষারপাত হয় গত ১৮ অক্টোবর।

সেই সময়ে বরফের সাদা চাদরে মুড়ে গিয়েছিল জুলুক, ছাঙ্গু এবং আশেপাশের এলাকা। সেখানে সাধারণত তুষারপাত হয় ডিসেম্বর মাসের শেষে এবং জানুয়ারির প্রথম দিকে। কিন্তু এত আগে কোনওদিন তুষারপাত হয়নি সিকিমে। বড়দিনের আগেই সেখানে পরপর তুষারপাত এবং শিলাবৃষ্টি হওয়ার পরে খুশির আমেজ পর্যটকদের মধ্যে।

সোমবার সিকিমের গ্যাংটকের সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করেছে। মঙ্গনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ে কি বরফ পড়ার সম্ভাবনা থাকছে? তুষারে ঢাকতে পারে ম্যালের রাস্তা? কী বলছে উত্তরের আবহাওয়া? দার্জিলিংয়ে এই মুহূর্তে জাঁকিয়ে ঠান্ডা রয়েছে। শৈলশহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘুরপাক খাচ্ছে। কিন্তু বড়দিনে দার্জিলিংয়ে বরফ পড়ার সম্ভাবনার আশায় জল ঢেলে দিয়েছে আবহবিদরা। 

আবহাওয়া দপ্তরের কর্তারা জানিয়েছেন, সিকিমে বৃষ্টি ও তুষারপাতের জেরে উত্তরের সমতলের জেলাগুলিতে জাঁকিয়ে শীত পড়তে চলেছে। চলতি সপ্তাহে দার্জিলিং ও কালিম্পংয়ে হাড় কাঁপানো ঠান্ডা থাকবে। দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ঠান্ডা ও কুয়াশার দাপট বেশি থাকবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

মাত্র এক সপ্তাহ! ভারতীয়রা এই দেশগুলি ঘুরে আসতে পারেন
শীতের ছুটিতে শহরের কোলাহল থেকে দূরে শান্ত পরিবেশে ঘুরে আসুন দার্জিলিংয়ের রংবুল গ্রামটিতে