ভোর থেকে রাস্তায় লাল পতাকা নিয়ে বাম কর্মী সমর্থকরা, ভাঙচুর বাস

  • ভোর থেকেই রাস্তায় বনধ সর্মথকরা
  • ভোর থেকেই অফিস-আদালতে লাল পতাকা লাগিয়ে বন্ধ রাখার চেষ্টা
  • সামাল দিতে নেমে পুলিশের সাথে ধস্তাধস্তি বহু স্থানে
  • ঘাটালে ভেঙে দেওয়া হলো প্রাইভেট বাস
Sahajahan Ali | Published : Jan 8, 2020 7:24 AM IST

পশ্চিম মেদিনীপুর জেলা জুড়েব সমর্থকদের দাপাদাপি শুরু হয়েছিল ভোর থেকেই। পুলিশ বের হওয়ার আগেই সমস্ত অফিস-আদালতের দরজায় গিয়ে লাল পতাকা লাগিয়ে দিয়েছিল। পরে পুলিশ গিয়ে সব খুলে দেয়। জোর করে বন্ধ রাখতে গিয়ে পুলিশের সাথে ধ্বস্তাধ্বস্তি হয়েছে বিভিন্ন স্থানে। মেদিনীপুর শহর খড়গপুর শিল্পাঞ্চলে পুলিশের সঙ্গে গন্ডগোল সব থেকে বেশি।

খড়গপুর শিল্পতালুকে জোর করে কারখানা বন্ধ রাখার চেষ্টা করা হয়েছে বেশ কয়েকটি স্থানে। টাটা হিটাচি, রেশমি মেটালিকস, টাটা মেটালিকস ও প্লাস্টিক কারখানা তে এই চেষ্টা ছিল সবথেকে বেশি। বদ সমর্থকদের সঙ্গে পুলিশ মোকাবিলা করতে গিয়ে দফায় দফায় ধস্তাধস্তি হয়েছে। খড়গপুর শিল্পতালুক থেকে বাম শ্রমিক নেতা বিপ্লব অট্ট সহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Latest Videos

মেদিনীপুর শহরে মেদিনীপুর কলেজের গেট বন্ধ রাখার চেষ্টা করলে পুলিশ ও টিএমসিপির সঙ্গে এসএফআই সমর্থকদের গন্ডগোল বাধে। দীর্ঘক্ষণ গেট বন্ধ রাখার পর পুলিশ গেট খুলতে সক্ষম হয়। একইভাবে জেলাশাসকের দপ্তর ও মেদিনীপুর আদালতের বন্ধ দরজা খুলে দিয়েছে । তবে পরিস্থিতি দেখে সকাল থেকেই রাস্তায় নামেনি কোন বেসরকারি যানবাহন।

মেদিনীপুর শহরের দোকানপাট ছিল বন্ধ। বেশিরভাগ যানবাহন বন্ধ থাকায় শহরের রাস্তায় কোন পথচারী তেমন দেখা যায়নি। মেদিনীপুর কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে বেশিরভাগ বেসরকারি বাস দাঁড়িয়েছিল। ঘাটাল একটি বেসরকারি বাস যাত্রী নিয়ে যাওয়ার সময় ভাঙচুর করে বনধ সর্মথকরা।

ঘাটাল ও মেদিনীপুর শহরের বিভিন্ন স্থানে বামেদের সঙ্গে কংগ্রেস কর্মী সমর্থকরাও অবরোধ অবস্থানে শামিল হয়েছিল।পুলিশ এই সমস্ত বিক্ষোভ ও অবস্থানকারীদের মধ্য থেকে মেদিনীপুর ঘাটাল মিলিয়ে ১৫ জনকে গ্রেফতার করেছে।

Share this article
click me!

Latest Videos

‘পুলিশ বিজেপি নেতাদের ছবি তুলে মুখ্যমন্ত্রীকে পাঠায়’ মমতাকে তুলোধোনা করলেন সুকান্ত, দেখুন কী বললেন
'উল্টো ধুয়ে সোজা করব' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
বিয়ের মঞ্চে নববধূর এমন কাণ্ডে হতবাক সকলে! ছুটে গেলেন বিজেপির শমীক | BJP West Bengal
গোপন অভিযান চালিয়ে হতবাক পুলিশ! এ কী উদ্ধার হলো নদীয়া থেকে, দেখুন | Nadia News Today
ট্যাবের টাকা মুহূর্তে হাওয়া! কাদের অ্যাকাউন্টে যাচ্ছে , এবার গোসাবায় | Bengal Tab Scam | Gosaba