সম্পর্ক অভিযানে বিচ্ছেদের রেখা, দিলীপ ঘোষের সভাস্থলেই হাতাহাতি কর্মীদের

  •  গৃহসম্পর্ক অভিযানে দিলীপ ঘোষের সামনে হাতাহাতি
  • সভা করার সময় কর্মীদের হাতাহাতির মুখোমুখী হন দিলীপবাবু
  •  বিজেপির গোষ্ঠী কোন্দলে পড়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি  
  •  যদিও পরে দিলীপ ঘোষ বলেন, সভাতে ঢুকতে না পেরে সমস্যা 

Asianet News Bangla | Published : Jun 25, 2020 12:14 PM IST / Updated: Jun 25 2020, 05:45 PM IST

শাজাহান আলি,গড়বেতা : বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরে গৃহসম্পর্ক অভিযান ও কার্যালয়ের উদ্বোধনে করতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ এই কর্মসূচি সেরে গড়বেতার মন্ডল স্তরের কর্মীদের নিয়ে সভা করার সময় কর্মীদের হাতহাতির মুখোমুখী হন দিলীপবাবু ৷ বিজেপির গোষ্ঠী কোন্দলে পড়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি  হয় ৷ যদিও পরে দিলীপ ঘোষ বলেন, এই সভাতে ঢুকতে না পেরে সমস্যা হয়েছিল ৷ অবৈধ প্রবেশ নিয়েই সমস্যা ৷ এই সভাটি সবার জন্য ছিল না ৷ তবে স্থানীয় একদল বিজেপি কর্মীরা জানাচ্ছেন,এটা বিজেপির গোষ্ঠী কোন্দল থেকেই সমস্যা ৷

বৃহস্পতিবার সকালে মেদিনীপুর শহরে চা-এ পে চর্চা কর্মসূচি নিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ শহরের জগনুতলা এলাকাতে স্থানীয়দের সঙ্গে চায়ের দোকানে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে রওয়া দিয়েছিলেন গড়বেতার উদ্দেশ্যে৷ ওই এলাকাতে দলের প্রতিকী গৃহসম্পর্ক অভিযান শুরু করতে গড়বেতায় গিয়েছিলেন ৷ গড়বেতার ধাদিকা এলাকাতে প্রধানমন্ত্রীর চিঠি দিয়ে কয়েকটা বাড়িতে ঘুরে প্রচার করেন দিলীপ ঘোষ ৷ 

পরে সেখান থেকে তুলসীচটি এলাকায়  যান। সেখানে দলীয় কার্যালয়ের উদ্বোধন করে গড়বেতার ময়রাকাটা এলাকাতে একটি সভা করেন ৷ যেখানে গড়বেতা বিধানসভার মন্ডল কর্তাদের নিয়ে বৈঠক শুরু করেন ৷ কিন্তু এই সভাতেই কয়েকজন বিজেপি নেতা কর্মীকে প্রবেশ করতে দেয় নি সভার দায়ীত্বে থাকা কর্মীরা ৷ তাতেই ঠেলাঠেলি শুরু হয়ে যায় ৷ রীতিমতো ঠেলাঠেলি থেকে হাতিহাতি, তর্ক শুরু হয়ে যায় ৷ পরিস্থিতি সামাল দিতে হয়  দিলীপ ঘোষকে ৷ 

এই ঘটনায় অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় ৷  দিলীপ ঘোষ বলেন, গন্ডগোল শুরু হয়েছিল অবৈধ প্রবেশ নিয়ে ৷ এই সভা যাদের জন্য তাদের তালিকা করে ডাকা হয়েছিল ৷ তালিকার বাইরে লোক এসে গিয়েই সমস্যা হয়েছে ৷ সমস্যা মেটানো হয়েছে ৷ তবে বিষয়টি বিজেপির গোষ্ঠী কোন্দল বলেই দাবি বিক্ষোভ দেখানো একদল বিজেপি কর্মীর ৷ তাদের দাবি কেউ বা কারা আমাদের নাম তালিকা থেকে বাদ দিয়েছে ৷ এটা একটা গোষ্ঠী সমস্যা ৷ গত কয়েকদিন ধরেই গড়বেতায় বিজেপির সভা করা নিয়ে সমস্যা তৈরি হয়েছিল বিজেপির দুটি গোষ্ঠীর মধ্যে ৷  তৃণমূলের গড়বেতার বিধায়ক আশিস চক্রবর্তী বলেন, বিজেপির গড়বেতায় তেমন কোনও অস্তিত্ব নেই ৷ বাইরে থেকে লোক নিয়ে সভা করতে গেলে এমন সমস্যাই হবে ৷ তবে এটারও জবাব দেব আমরা ৷

Share this article
click me!