তমলুকে দিলীপ ঘোষকে কালো পতাকা,সাতসকালে তৃণমূলের হানা

Published : Oct 04, 2020, 08:40 AM ISTUpdated : Oct 04, 2020, 11:37 AM IST
তমলুকে দিলীপ ঘোষকে কালো পতাকা,সাতসকালে তৃণমূলের হানা

সংক্ষিপ্ত

তমলুকে দিলীপ ঘোষকে কালো পতাকা দেখাল তৃণমূল সমর্থকরা রবিবার তমলুকে মনিং ওয়ার্ক করতে বেরিয়েছিল দিলীপ ঘোষ   স্টিমার ঘাটে চা চক্রে যোগ দিতে যাওয়ার  সময় কালো পতাকা 

তমলুকে দিলীপ ঘোষকে কালো পতাকা দেখাল তৃণমূল সমর্থকরা। রবিবার ময়না যাবার আগে তমলুকে মনিং ওয়ার্ক করতে বেরিয়েছিল দিলীপ ঘোষ। মনিং করার পর রুপনারায়ণ নদের কাছে স্টিমার ঘাটে এক চা চক্রে যোগ দিতে যাওয়ার  সময় কালো পতাকা দেখায় তৃণমূল সমর্থকরা। শনিবার থেকেই পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় কর্মসূচি করছেন দিলীপ বাবু। রবিবার সকালে তমলুক শহরের এই ভাবে কালো পতাকা দেখানোয় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

কদিন ধরেই রাজ্য়ে কৃষি আইনের সমর্থনে প্রচার চালাচ্ছে বিজেপি। সেই অনুযায়ী রাজ্য়ের বিভিন্ন জায়গায় কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিজেপির রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ।  এদিন সেই কর্মসূচিতেই তাঁর যাওয়ার কথা ছিল। যদিও তৃণমূলের কর্মীরা তাকে কালো পতাকা দেখান। শাসক দলের তরফে দাবি করা হয়, পশ্চিমবঙ্গকে অশান্ত করতে চাই বিজেপি। তাই তাদের এই প্রতিবাদ।

এদিল দিলীপ ঘোষকে দেখা মাত্রই তৃণমূলের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি করা হয়। যদি তার পাল্টা বিজেপি সমর্থকেরা জয় শ্রীরাম ধ্বনি দেন। তবে উভয় কর্মী-সমর্থকদের তৎপরতায় কোনও অশান্তি হয়নি। এলাকা থেকে চলে আসেন বিজেপির রাজ্য সভাপতি । 

PREV
click me!

Recommended Stories

কেন যান নি গীতাপাঠের অনুষ্ঠানে? দেখুন কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Suvendu Adhikari: বঙ্কিমদা বলায় মোদীকে তুলোধনা তৃণমূলের, পাল্টা দিয়ে চরম আক্রমণ শুভেন্দুর