মেরে এমন হাল করবেন যে প্লাস্টিক সার্জারি করতে হবে, তৃণমূলকে শাসালেন দিলীপ

  • একশো দিনের কাজের টাকা চেয়ে আক্রান্ত হয়েছিলেন বিজেপি কর্মীরা 
  • ভেঙেফেলা হয়েছিল তাদের বাড়ি
  • আক্রান্তদের সঙ্গে দেখা করলেন বিজেপি রাজ্য সভাপতি
  • হুশিয়ারি দিলেন আক্রমণকারী তৃণমূল নেতাদের

Sahajahan Ali | Published : Jan 8, 2020 3:59 PM IST / Updated: Jan 09 2020, 01:00 AM IST

গত কয়েকদিন আগে নারায়ণগড়ে বিজেপি কর্মীদের ওপরে হামলার ঘটনা ঘটেছিল ৷ একশো দিনের টাকা চেয়ে তৃণমূলের কর্মীদের দ্বারা আক্রান্ত হয়েছিল বলে অভিযোগ ছিল ৷ তাতে বেশ কয়েকজন বিজেপি-কর্মী সপরিবারে আক্রান্ত হয়, ভেঙে দেওয়া হয়েছিল তাদের বাড়িঘরও ৷ বুধবার বিকেলে সেই আক্রান্তদের সঙ্গে দেখা করে কথা বলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ ছোট একটি সভা করে হুশিয়ারি দিলেন তৃণমূলের উদ্দেশ্যে ৷ বলেন- 'সময় পাল্টে গেছে, আপনারাও এবার পাল্টান। না হলে কিভাবে পাল্টাতে হয় আমি জানি। পুরো চেহারাটাই পাল্টে দেবো। তখন প্লাস্টিক সার্জারি করে এলেও নিজের বউ চিনতে পারবে না।'
 
এদিন দিলীপ ঘোষ নারায়ণগড়ের পাহাড়পুরে গিয়েছিলেন জেলা বিজেপি নেতাদের সঙ্গে নিয়ে ৷ আক্রান্তদের সঙ্গে কথা বলে সমস্ত রকমের সহযোগিতা করার প্রতিশ্রুতিও দেন তিনি ৷ সকলকে আশ্বাস দিয়ে গ্রাম ঘুরে একটি সভা করেন গ্রামে ৷ সেই সভার বক্তব্যেই হুশিয়ারী দিয়েছেন তৃণমূলের নেতা ও পুলিশ কর্মীদের উদ্দেশ্যে ৷ 
 

Share this article
click me!