জলের তোড়ে ভেঙে পড়ল কংক্রিটের মজবুত সেতু, বিচ্ছিন্ন যোগাযোগ

Published : Aug 27, 2020, 07:04 PM ISTUpdated : Aug 27, 2020, 08:38 PM IST
জলের তোড়ে ভেঙে পড়ল কংক্রিটের মজবুত সেতু, বিচ্ছিন্ন যোগাযোগ

সংক্ষিপ্ত

জলের তোড়ে বসে গেল কংক্রিটের সেতু কংসাবতী সংগলগ্ন খালের সেতু বসে বিপত্তি শহরের সঙ্গে যোগাযোগ করতে সমস্যা সাধারণ মানুষ বুড়িগঙ্গা নদীর জল ঢুকে প্লাবিত ২২টি গ্রাম  

টানা বৃষ্টির কারনে নদীবাঁধ ভেঙে গ্রামে নদীর জল ঢুকে দুর্ভোগের শিকার হয়েছেন সাধারন মানুষ। পশ্চিম মেদিনীপুর সদর ব্লকে রাস্তার উপর একটি কংক্রিটের সেতু ভেঙে গিয়ে যাতায়াতের সমস্য়া দেখা দিয়েছে। 

জলমগ্ন দক্ষিণ কলকাতা, নজরদারিতে শুকনো রাস্তায় উড়ল ড্রোন, দেখুন ছবি

জানাগেছে, কংসাবতী নদী সংলগ্ন একটি পুরনো খালের উপর রয়েছে এই সেতুটি। এর সাহায্যে গ্রামবাসী যাতায়াত করেন।  লোহাটিকরি এলাকায় এই সেতুটি জলের তোড়ে বসে যাওয়ার ফলে গ্রামের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। গ্রামবাসীরা জানান, বৃষ্টির কারনে ওই সেতুর উপর দিয়ে জল বইছিল। বৃহস্পতিবার সেভাবে বৃষ্টি না হলেও এদিন সকালে আচমকা বসে যায় সেতুটি। ঘটনার পর ক্ষতিগ্রস্ত সেতু পরিদর্শন করতে প্রশাসনের আধিকারিকরা।

আরও পড়ুন-সম্পূর্ণ লকডাউনে পরীক্ষা হল খাস কলকাতায়, কী বললেন পরীক্ষার্থীরা

অন্যদিকে, দাসপুরে রাজ্য সড়কের উপর সংযোগকারী রাস্তা বসে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় গাড়ি চলাচল বন্ধ থাকে। পাশাপাশি, নাড়াজলে বুড়িগঙ্গা নদীর পাড় ভেঙে পাশ্ববর্তী গ্রামগুলিতে জল ঢুকে যায়। তার ফলে ২২টি গ্রাম প্লাবিত হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণের ব্যবস্থা করেছে প্রশাসন।
 

PREV
click me!

Recommended Stories

ডিসেম্বরের শুরুতেই শীতের ব্যাটিং শুরু, সপ্তাহান্তে পারা পতনে কাঁপবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ
TMC-তে বড় ভাঙন! মমতার তুলোধোনা করে জঙ্গিপুরে তৃণমূল ছেড়ে মিমের পতাকাতলে ৫০ যুবক