গাড়ির সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, দুর্ঘটনার কবলে কলকাতার ৫ পর্যটক

Published : Sep 28, 2020, 12:19 PM ISTUpdated : Sep 28, 2020, 12:22 PM IST
গাড়ির সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, দুর্ঘটনার কবলে কলকাতার ৫ পর্যটক

সংক্ষিপ্ত

মর্মান্তিক দুর্ঘটনার কবলে কলকাতার পর্যটকরা মন্দারমণি থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আহতরা জাতীয় সড়কের উপর গাড়িতে ধাক্কা মারে ডাম্পার

সঞ্জীব কুমার দুবে, পূর্ব মেদিনীপুর-ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়লেন পাঁচ পর্যটক। জাতীয় সড়কের উপর ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন পাঁচজন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আরও পড়ুন-সোফায় বসে টিভি দেখছেন করোনায় 'মৃত', আজবকাণ্ড ঘটে গেল আসানসোলে

মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের উপর। রবিবার রাতে মন্দারমণি থেকে গাড়ি করে কলকাতায় ফিরছিলেন পাঁচ জন। মেছেদা-কাঁথি বাইপাসের উপর ওই গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ডাম্পারের। দুর্ঘটনার জেরে ছিটকে পড়ে পর্যটকদের গাড়িটি। ডাম্পারের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় পর্যটক বোঝাই গাড়িটি। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে তড়িঘড়ি পুলিশে খবর দেন। কাঁথি থানার পুলিশ পৌঁছে গুরুতর জখম পাঁচজন পর্যটককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন-বীরভূম ফের পড়ল মাওবাদী পোস্টার, ছাত্রাবাস গ্রামে চাঞ্চল্য

রাতের সময় দুর্ঘটনার জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় ১১৬বি জাতীয় সড়কের উপর। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কবলে পড়া গাড়ি ও ডাম্পারটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আহত পর্যটকরা কলকাতার বাসিন্দা বলে জানতে পেরেছে পুলিশ। মন্দারমণিতে তাঁরা ঘুরতে গিয়েছিলেন।

PREV
click me!

Recommended Stories

উত্তুরে হাওয়ায় জাঁকিয়ে শীত বঙ্গে, সকালে কুয়াশার সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া
কেন যান নি গীতাপাঠের অনুষ্ঠানে? দেখুন কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়