ভোটের মুখে জেলায় জেলায় চলছে কমিটি গঠনের প্রক্রিয়া
নয়া জেলা কমিটির গঠনের পর প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
প্রাক্তনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বর্তমানের
পূর্ব মেদিনীপুরে বিড়ম্বনা বাড়ল তৃণমূলের
সঞ্জীব কুমার দুবে, পূর্ব মেদিনীপুর: শুভেন্দু অধিকারীকে নিয়ে যখন জোর জল্পনা চলছে রাজনৈতিক মহলে, তখন তৃণমূলের গোষ্ঠীকোন্দলে প্রকাশ্যে চলে এল পরিবহণমন্ত্রীর জেলা পূর্ব মেদিনীপুরে। নয়া জেলা কমিটির গঠনের পর হলদিয়া টাউন ব্লকের নবনির্বাচিত সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন সদ্য প্রাক্তন পদাধিকারী।
আরও পড়ুন: বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে না কি হচ্ছে না , সাফ ভাষায় উত্তর দিলেন অমিত শাহ
বছর ঘুরলেই রাজ্য়ে বিধানসভা ভোটে। বিভিন্ন জেলায় তৃণমূলের নয়া কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। ব্যতিক্রম নয় পূর্ব মেদিনীপুরও। শাসকদলের অন্দরের খবর, শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত, এমন অনেককেই বাদ পড়েছেন। দলের হলদিয়া টাউন ব্লক সভাপতি পদে মধুরিমা মণ্ডলের বদলে দায়িত্ব পেয়েছেন দেবীপ্রসাদ মণ্ডল। তৃণমূল কর্মী-সমর্থকদের একাংশের দাবি, সদ্য প্রাক্তন সভাপতি মধুরিমা বরাবরই অধিকারী পরিবারের ঘনিষ্ঠ। আর নতুন যিনি দায়িত্বে এসেছেন, সেই দেবীপ্রসাদ মণ্ডল আবার কলকাতা লবির কাছের লোক বলে পরিচিত। আর তাতেই কি ঘটল বিপত্তি?
আরও পড়ুন: আদিবাসী বাড়িতে গিয়ে খাবার খাননি করেছেন ফটোশুট, মন্তব্য সূর্যকান্ত মিশ্র -র
শনিবার হলদিয়ায় সাংবাদিক সম্মেলন করেন তৃণমূল নেত্রী মধুরিমা মণ্ডল। তিনি আবার দলের জেলা মুখপাত্রও বটে। শাসকদলের সদ্য প্রাক্তন হলদিয়া টাউন ব্লক সভাপতির অভিযোগ, নব নির্বাচিত টাউন ব্লক সভাপতি দেবীপ্রসাদ মণ্ডল তাঁর বিরুদ্ধে আক্রমাত্বক কথা বলছেন। তিনি ব্যক্তিগতভাবে আঘাত পেয়েছেন। ঘটনাটি দলের রাজ্য সভাপতিকে জানিয়েছেন। তৃণমূল নেত্রীর প্রশ্ন, 'আমি তফশিলি মহিলা বলেই কি অসম্মানজনক কথা হচ্ছে?' এদিকে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত দেবীপ্রসাদ মণ্ডল। তাহলে কি দলে শুভেন্দু অধিকারীকে কোণঠাসা করতে গিয়ে তাল কাটল? তেমনটাই মত রাজনৈতিক মহলের।