আদিবাসী বাড়িতে গিয়ে খাবার খাননি করেছেন ফটোশুট, মন্তব্য সূর্যকান্ত মিশ্র -র

  • আদিবাসী বাড়িতে গিয়ে খাবার খাননি, ফটোশুট করছেন
  • এমনই মন্তব্য করতে শোনা গেল সূর্যকান্ত মিশ্রকে
  • এছাড়াও বললেন অমিত শাহ -কে পাত্তা দেননা তিনি
  • দিদিকে নিয়েও নানান মন্তব্য করলেন তিনি

Share this Video

 'আদিবাসী বাড়িতে গিয়ে খাবার খাননি, করেছেন ফটোশুট' এমনই মন্তব্য করতে শোনা গেল সূর্যকান্ত মিশ্র -কে। আদিবাসিদের প্রতি যদি এতই দরদ তাহলে হাতরাস কাণ্ডের পর কেন ওই বাড়িতে ঢুকতে দেওয়া হল না। সব মন্তব্য করতে শোনা গেল সূর্যকান্ত মিশ্রকে। এছাড়াও বললেন অমিত শাহ -কে পাত্তা দেননা তিনি। দিদিকে নিয়েও নানান মন্তব্য করলেন তিনি। বললেন ওনার দিন শেষ হয়ে এসেছে। বললেন দিদি ভাঁওতা দিচ্ছেন, সময় হয়ে এসেছে ওনার। পুরুলিয়া শহরের নডিহার কৃষক ভবনের গত ১৫ ই অক্টোবর থেকে দুঃস্থ অসহায় মানুষদের জন্য শ্রমজীবী হেঁসেল চালাচ্ছে ছাত্র সংগঠন এসএফএই। এদিন এই হেঁসেল পরিদর্শন করে নিজ হাতে পথ চলতি মানুষদের খাবার পরিবেশন করেন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। এই কর্মসূচি শেষ করে দলের অন্য একটি কর্মসূচিতে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল সরকার কে কটাক্ষ করেন সূর্যকান্ত মিশ্র। 

Related Video