'বিজেপি-তৃণমূল রাজনীতিকে বাজার বানিয়েছে', 'বিমল গুরুং' নিয়ে বিস্ফোরক মহম্মদ সেলিম

 

  • বুধবার মেদিনীপুরে দলের কনভেনশনে হাজির সেলিম 
  • মমতার দৌলতে পুলিশ প্রশাসনের অপদার্থতা স্পষ্ট 
  •  যারা খুন করেছে জঙ্গলমহলে তাদের পুরষ্কৃত করেছে  
  • পুলিশ প্রশাসনকে তোপ দাগলেন মহম্মদ সেলিম

 
বিমল গুরুং নিয়ে পুলিশ প্রশাসনকে তোপ দাগলেন সিপিআইএম পলিট ব্যুরো নেতা মহম্মদ সেলিম, বুধবার সন্ধায় পশ্চিম মেদিনীপুরে তিনি হাজির হয়েছিলেন দলের নিজস্ব সোস্যাল সাইট উদ্বোধন ও সোস্যাল মিডিয়া কনভেনশনে ৷ সেখানে বিমল গুরুং এর প্রত্যাবর্তন নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন তিনি ৷ 

আরও পড়ুন, মহাষষ্ঠীতে বারাসাতে মোদি, রাত পেরোলেই করবেন পুজোর উদ্ধোধন

Latest Videos

 

 মমতার দৌলতে পুলিশ প্রশাসনের অপদার্থতা স্পষ্ট


তিনি বলেন-'গোটা দেশে মোদী আমিত সাহ এবং আমাদের রাজ্যে তেমন মমতা মুকুল রাজনীতিকে একটা দোকান বাজারে পরিনত করেছে ৷ এমএলএ,এমপি গরু ছাগলের মতো কেনা বেচা হয়, রাজনীতিক দল নেতা গোষ্ঠীও কেনাবেচা হয় ৷ যারা জাতি, ধর্মের নামে রাজনীতি বিকৃত রাজনীতি করে,তারা নিজেদের বিক্রিও করে ফেলে ৷আজ দেখলাম মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দৌলতে পুলিশ প্রশাসনের অপদার্থতা স্পষ্ট ৷ এখানে একসময় দাপুটে ভারতী ঘোষ ছিল, মানস ভুইয়াকে মার্ডার কেসে ছোটাচ্ছিল৷ তৃণমূলে চলে যেতেই সাত খুন মাফ হয়ে গেল৷ তাকে এমপি করে দেওয়া হল৷ বিমল গুরুং-কে পুলিশ নাকি হন্যে হয়ে খুঁজছিল, সে নাকি লুকিয়ে ছিল৷ সে তখন বিজেপির আশ্রয়ে ছিল৷ আজকে পুলিশের প্রহরায় সে এসেছে গোর্খা ভবনে' বলে দাবি করেন তিনি। মমতার দৌলতে পুলিশ প্রশাসনের অপদার্থতা স্পষ্ট।

আরও পড়ুন, পুজোর মাঝেই পাড়ি দিন পোর্টব্লেয়ার, সপ্তমি থেকেই ফের চালু কলকাতা-আন্দামান বিমান পরিষেবা

 

যারা খুন করেছে জঙ্গলমহলে তাদের পুরষ্কৃত করা হয়েছে  


 
সিপিআইএম পলিট ব্যুরো নেতা মহম্মদ সেলিম আরও জানিয়েছেন, 'আজকে দাড়িয়ে তার মানে এটা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য করেছে ৷এর আগে এমন অনেককেই দেখা গিয়েছে ৷বিমল গুরুং বুঝিয়ে দিল-আসলে পুলিশ যখন হন্যে হয়ে খুঁজছিল , আসলে সে আমন্ত্রন পত্র নিয়ে ঘুরছিল মমতার ৷ যেমন সিবিআই ইডি করছে শুভেন্দু, মুকুল দের ক্ষেত্রে ৷ আসলে বিজেপিতে কবে যোগ দেবে তার নিমন্ত্রন দিচ্ছে ৷ মোদী , অমিত শা, মমতা, মুকুল এরা রাজনীতিটাকে  বিকৃত জায়গায় নিয়ে গেছেন ৷ যেখানে আইন আইনের পথে চলে না লাইনের পথে চলে ৷ যারা খুন করেছে জঙ্গলমহলে তাদের মমতা বন্দোপাধ্যায় পুরষ্কৃত করেছে ৷ যারা খুন হলে তাদের জন্য কিছু করলেন না ৷এটাই হল অপশাসনের একটা নিদর্শন'

Share this article
click me!

Latest Videos

Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News