চোখের জলে বিদায় কাশ্মীরে শহিদ বীর সন্তানকে, শ্যামলের সিংপুরে রান্না বসল না দু'দিন

  • কাশ্মীরে জঙ্গী হামলায় প্রাণ গিয়েছে শ্যামল দে'র 
  •  পশ্চিম মেদিনীপুরের সবংয়ের সিংপুরে বাড়ি 
  • রবিবার বাড়িতে ফিরল তার কফিন বন্দী দেহ
  • কী বললেন আরপিএফ জওয়ানের মা

গত ২৬ জুন কাশ্মীরের অনন্তনাগ এলাকায় জঙ্গী হামলায় প্রাণ হারিয়েছেন আরপিএফ জওয়ান শ্যামল দে(২৮)৷ পশ্চিম মেদিনীপুরের সবং থানার সিংপুর গ্রামের বাসিন্দা শ্যামল ৷ বাড়ির একমাত্র সন্তান শ্যামল সবেমাত্র নতুন পাকা বাড়ি নির্মাণ করেছিলেন বাবা-মা এর জন্য ৷ সেই বাড়িতে প্রবেশ করার আগেই তার কফিন বন্দী দেহ বাড়িতে এল রবিবার ৷ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হল তাঁর অন্তিম সংস্কার ৷ যেখানে হাজির হয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দলে প্রতিনিধি সহ পুলিশ , আরপিএফ ও প্রশাসনের আধিকারিকরা ৷ 

রবিবার ভোর থেকেই সবং এর সবারই ঠিকানা  সিংপুর গ্রাম। ভেঙে পড়া ভিড়ে শহিদের গ্রাম সিংপুরে রবিবার নেই করোনার ভয়, ভেঙে খান খান সামাজিক দূরত্ব, ঘরের ছেলে ঘরে ফিরেছে ৷ তবে কফিনে শুয়ে জাতীয় পতাকায় মুড়ে৷ তাই শুধু সবং নয়, মানুষ এসেছেন ওপারের জেলার পটাশপুর, লাগোয়া নারায়নগড়, পিংলা, খড়গপুর গ্রামীণ এলাকা থেকেও। পিলপিল করে মানুষ ছুটছে বীর সৈনিক শহিদ হয়ে যাওয়া ঘরের ছেলে শ্যামলের মুখটা একবার দেখতে।

Latest Videos

ওদিকে প্রায় আড়াই বেলা উনুন জ্বলেনি সিংপুর গ্রামে, পুরোপুরি অরন্ধন। বর্ষায় ঝোপ জঙ্গল জমে গেছে রাস্তার ধারে, সিংপুর প্রাথমিক বিদ্যালয়ের চারপাশে। শনিবারই গ্রামের ছেলেপুলেরা ঝোপ জঙ্গল কেটে পরিষ্কার করে রেখেছে, শ্যামল আসবে, শ্যামলকে দেখতে লোকও আসবে তাদের জন্য রাস্তা মসৃণ করে রাখা দরকার। ঘড়ির কাঁটা ধরে শ্যামলের কফিনবাহী সাঁজোয়া শকট পৌঁছে গেল সিংপুর প্রাথমিক স্কুলের মাঠে। আর তখনই কান্নায় ভেঙে পড়ল সমগ্র জনতা । বন্দেমাতরম, ভারত মাতার জয়, অমর শহিদ তোমায় আমরা ভুলছি না স্লোগানে কেঁপে উঠল জনপদ।

১৬৯নম্বর সিআরপিএফের জওয়ানরা সযত্নে সেই কফিন নামিয়ে রাখলেন আগে থেকে নির্মিত মঞ্চে। মঞ্চের পাশে শহিদ পরিবারের বসার ব্যবস্থা, অন্য দিকে ভিআইপি। পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা শাসক, খড়গপুর মহকুমা শাসক, বিধায়ক, দুই সাংসদ, একাধিক কর্মাধ্যক্ষ হাজির। তাঁদের মাল্যদানের পাশাপাশি মালা দিতে এসেছিলেন জেলার প্রাক্তন পুলিশ সুপার তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষ।

সাড়ে ৯টা নাগাদ সিআরপিএফে জওয়ানদের কাঁধে চড়ে শ্যামলের দেহ গেল সেই প্রিয় বাড়িটাতে। মায়ের জন্য এই বাড়িটাই তৈরি করেছিলেন শ্যামল।গত ২৬ জুন দুপুরে বাবার সঙ্গে এই বাড়ির কথা বলার কয়েক মিনিটের মধ্যেই জঙ্গী হামলায় মৃত্যু হয় শ্যামলের। কফিন নামল বাড়ির সামনে। মা একবার ছেলের মুখ দেখতে চান যে! অনেক বোঝানো হল মাকে কিন্তু নাছোড়বান্দা মা, একটি বার প্রিয় সন্তানের মুখ দেখবেন। কফিন ঢুকল বাড়ির ভেতরে, কফিন খুলল, মা আছড়ে পড়লেন দেহের ওপর। হাত বুলিয়ে দিলেন গোটা শরীরে, মা কেঁদেই চলেন। কফিন বন্ধ হয়ে এবার বাড়ি থেকে কয়েক মিটার দূরে বাড়ির চৌহদ্দির মধ্যেই সাজানো চিতায়।

 আগেই দেওয়া হয়েছিল গার্ড অব অনার, সেই মঞ্চের সামনে এবার লাস্ট পাশ। বন্ধুক ওপরে তুলে নীচে নেমে গেল সঙ্গী জওয়ানদের। অবনত মস্তকে দাঁড়িয়ে সারিবদ্ধ সেনানি। কফিনের ওপর থেকে সরিয়ে নেওয়া হল জাতীয় পতাকা। গর্জে উঠল একসাথে সমবেত বন্ধুক। যোগ্য সমাধিতে স্থাপিত হল বীর জওয়ানের দেহ। আগুন হাতে বাবা। মায়ের বুক ভাঙা কান্নায় শোনা গেল শহিদ সন্তানের কাছে চিৎকার করে বলছেন, 'আরও একবার ফিরে আসিস বুম্বা, অভাগিনী মায়ের কাছে।' সিংপুর জানত কিন্তু সবং জানতনা, শ্যামলের ডাক নাম বুম্বা, মায়ের আদরের বুম্বা। ততক্ষণে চিতা জ্বলে উঠেছে।

Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
শুরু জোর তল্লাশি, Bangladesh থেকে Gosaba! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ | Gosaba News
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope