পূর্ব মেদিনীপুর- সঞ্জীব দুবেঃ- 'শুভেন্দু অধিকারীকে সিদ্ধান্ত নিতে হবে। তিনি কালীঘাট প্রাইভেট লিমিটেডের গৃহে আর থাকবেন না। পশ্চিমবঙ্গের মানুষের সেবা করবেন। তৃণমূলকে পরাজিত করতে যারা বিজেপিতে আসবেন তাদের স্বাগত জানাই।' এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু।
আরও পড়ুন, অশালীন ভাষায় বঙ্গ-বিজেপিকে কটাক্ষ ফিরহাদের, মন্তব্যে কড়া নিন্দা
সবার জন্য বিজেপির দরজা খোলা আছে
বুধবার ২০১৯ সালের খেজুরি থানার একটি পুরোনো মামলায় কাঁথি আদালতে হাজিরা দিতে এসে তিনি আরও বলেন, 'ওনাদের দলের বিষয়, তবুও বলছি ওদের মধ্যে মুসল-পর্ব চলছে এই পর্বের শেষে কি হবে, তা ভবিষ্যত বলবে। ১০ নভেম্বর নন্দীগ্রামে শহীদ দিবস পালন নিয়ে রাজ্যের মানুষ এক চরম নাটক দেখল। বাংলায় দুর্নীতির সরকার ও অত্যাচারী সরকারকে ক্ষমতাচ্যুত করতে কালীঘাট প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পরাস্ত করতে যারা আসবেন তাদের সবার জন্য বিজেপির দরজা খোলা আছে', বলে জানান সায়ন্তন বসু।
আরও পড়ুন, লোকাল ট্রেন চালু হলেও আপাতত বন্ধ টিকিট বুকিং UTS অ্যাপ, কাউন্টারই এখন একমাত্র ভরসা
জল কোন দিকে গড়াচ্ছে
বর্তমান জেলার রাজনীতির জল কোন দিকে গড়াচ্ছে সেই দিকেরই তাকিয়ে রাজনৈতিক মহল। তবে জেলায় দলের বাকি নেতারা কি অধিকারী পরিবারের সঙ্গে যান, না রাজ্যের শাসকদলের সাথে থাকেন, সেটাই এখন দেখার বিষয়।