আলু ৩০ টাকার বেশি দামে বিক্রি নয়, বাজারে হানা দিয়ে ব্যবসায়ীদের ধমক মহকুমা শাসকের

Published : Sep 05, 2020, 03:45 PM IST
আলু ৩০ টাকার বেশি দামে বিক্রি নয়, বাজারে হানা দিয়ে ব্যবসায়ীদের ধমক মহকুমা শাসকের

সংক্ষিপ্ত

লাফিয়ে লাফিয়ে বাড়ছে আলুর দাম চাপ বাড়ছে মধ্যবিত্তের হেঁসেলে আলুর দাম নিয়ন্ত্রণ রুখ মহকুমাশাসকের পদক্ষেপ বাজার পরিদর্শন করলেন মহকুমা শাসক  

সঞ্জীব কুমার দুবে, পূর্ব মেদিনীপুর-করোনা আবহের মধ্য়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আলুর দাম। তার জেরে চাপ বাড়ছে মধ্যবিত্তের হেঁসেলে। অগ্নিমূল্য বাজার দর। এই অবস্থায় আলুর দাম নিয়ন্ত্রণে নজরদারি চালাচ্ছে জেলা প্রশাসন। পূর্ব মেদিনীপুরের তমলুক বাজারে আলুর দাম খতিয়ে দেখলেন মহকুমা শাসক কৌশিকব্রত দে।

শনিবার দুপুরে পুলিশকে সঙ্গে নিয়ে তমলুকের বড়বাজারে অভিযান চালায় মহকুমা শাসক। বাজারের ভিতর ঢুকে ব্য়বসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি।  কৃষি বিপণন দফতর, তমলুক থানার পুলিশ মহকুমা শাসকের নেতৃত্বে বাজারে অভিযান চালায়। আলুর দাম সরকার বেঁধে দেওয়া দামেই বিক্রির নির্দেশ দিয়েছেন মহকুমা শাসক। 

তমলুকের বড়বাজারে খোলা বাজারে জ্যোতি আলুর দাম কোথাও ৩২ টাকা প্রতি কেজি। আবার ৩৩ টাকা প্রতি কেজি দরে আলুর দাম বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের প্রশাসনের নির্দেশ প্রতি কেজি ৩০ টাকার বেশি বিক্রি করা যাবে না। এদিন তমলুক বাজার ছাড়াও পূর্ব মেদিনীপুরের বিভিন্ন গোডাউন সহ আড়তদার কাছেও অভিযান চালান জেলাশাসক। আলুর দাম নিয়ন্ত্রণে আগামী দিনে এধরনের অভিযান চলবে বলে জানিয়েছেন জেলাশাসক।
  

PREV
click me!

Recommended Stories

কেন যান নি গীতাপাঠের অনুষ্ঠানে? দেখুন কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Suvendu Adhikari: বঙ্কিমদা বলায় মোদীকে তুলোধনা তৃণমূলের, পাল্টা দিয়ে চরম আক্রমণ শুভেন্দুর