ওড়িশায় বার্ড ফ্লু, রাজ্য়ে গাড়ি ঢোকার আগেই ওষুধ স্প্রে সরকারের

  • বার্ড ফু্লু আতঙ্কের জেরে সীমান্তে নজরদারি
  • প্রতিবেশী রাজ্য ওড়িশায় ব্যাপকভাবে ছড়িয়েছে বার্ড ফ্লু
  •  ক্রমেই ভাইরাস ছড়াতে শুরু করেছে ওড়িশা সংলগ্ন এলাকায় 
  •  ভাইরাসের থাবা থেকে বাঁচাতে সীমান্তে গাড়ি ঢুকলেই ওষুধ ছড়াচ্ছে রাজ্য 

বার্ড ফু্লু আতহ্কের জেরে সীমান্তে শুরু কড়া নজরদারি। প্রতিবেশী রাজ্য ওড়িশায় ব্যাপকভাবে ছড়িয়েছে বার্ডফ্লু। ক্রমেই সেই ভাইরাস ছড়াতে শুরু করেছে ওড়িশা সংলঘ্ন এলাকাগুলিতে। পশ্চিমবঙ্গকে এই ভাইরাসের থাবা থেকে বাঁচাতে সীমান্তে গাড়ি ঢুকলেই ওষুধ ছড়াচ্ছে রাজ্য সরকার। রীতিমতো বিশেষ পোশাক পরে ওষুধ স্প্রে করা হচ্ছে। যা দেখে করোনা ভাইরাসের আতঙ্ক গ্রাস করেছে সীমান্ত লাগোয়া গ্রামের বাসিন্দাদের। যদিও এর সঙ্গে করোনার কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছে প্রশাসন।

ফাঁসি এড়াতে নতুন চাল, জেলে রক্তারক্তি বাধালো নির্ভয়াকাণ্ডের আসামি বিনয়

Latest Videos

শুক্রবার থেকে এই চিত্র দেখা দিয়েছে পশ্চিম মেদিনীপুরের সীমান্ত এলাকা দাঁতন থানার অন্তর্গত ঘোলাইয়ে। ওই এলাকার ওপর দিয়ে ওড়িশা থেকে ৬০ নম্বর জাতীয় সড়ক হয়ে এ রাজ্যে প্রবেশ করছে গাড়িগুলি। সেখানেই জেলা প্রশাসনের উদ্যোগে  প্রতিটি গাড়ি ঢুকলেই পুলিশ দিয়ে দাঁড় করিয়ে ওষুধ স্প্রে করা হচ্ছে। প্রাণিসম্পদ দফতরের কর্মীরা নিজেদের রীতিমতো বর্মে ঢেকে প্রবেশ রাস্তার স্থানটিকে ওষুধ স্প্রে করে আগে জীবাণুমুক্ত করে নিচ্ছেন। এরপর গাড়িগুলিকে স্প্রে করে জীবাণুমুক্ত করা হচ্ছে।

'আমার মায়ের মৃত্যুর জন্য রাজ্য সরকার দায়ী', বিস্ফোরক অভিযোগ কুণাল ঘোষের

এই কাজের দায়িত্বে থাকা ডাক্তার রবিন বন্দ্য়োপাধ্যায় বলেন," এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রতিবেশী রাজ্যে বার্ড ফ্লু ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ছড়িয়েছে বলেই এই উদ্যোগ নিতে হয়েছে। ওড়িশার সহ ওই রাজ্যের উপর দিয়ে আসা অন্যান্য রাজ্যের গাড়িগুলো জীবাণুমুক্ত করতেই এই প্রতিরোধী ব্য়বস্থা গর্হণ করা হয়েছে। এই রাজ্যে "

অনুশীলনের সময়ে প্রশিক্ষকের 'মার', দৃষ্টিশক্তি হারাতে বসেছে প্রতিশ্রুতিমান সাতারু

এদিকে জাতীয় সড়কের উপর প্রশাসনিক এই ধরনের কর্মকাণ্ড দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন। থাঁদের ধারণা, করোনা ভাইরাসের জন্যই এই স্প্রে করা হচ্ছে। বিষয়টি উপলব্ধি করে ইতিমধ্য়েই স্থানীয়দের আশ্বস্ত করার কাজ শুরু করেছে প্রশাসন।

Share this article
click me!

Latest Videos

ট্যাব কেলেঙ্কারিতে নয়া মোড়! এবার পুলিশের জালে দিনহাটার এক শিক্ষক, দেখুন | Bengal Tab Scam
'ভাইপোকে উপড়ে ফেলবো' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | BJP | TMC
'উল্টো ধুয়ে সোজা করব' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
‘মুখ্যমন্ত্রী গরীবদের আশ্বাস নিয়ে সেটা লুঠ করছেন’ ট্যাব দুর্নীতিতে মমতাকে আক্রমণ দিলীপ ঘোষের
ট্যাবের টাকা মুহূর্তে হাওয়া! কাদের অ্যাকাউন্টে যাচ্ছে , এবার গোসাবায় | Bengal Tab Scam | Gosaba