বিশ্বভারতীর পৌষ মেলার মাঠে হামলার ঘটনায় সরব বলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। কেন্দ্রীয় বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্যের ভূমিকা নিয়েও সরব হলেন তিনি। পাশপাশি, পৌষ মেলার মাঠে হামলার ঘটনায় তৃণমূল জড়িত থাকার অভিযোগে তীব্র নিন্দা প্রকাশ করেন সূর্যকান্ত মিশ্র।
মেদিনীপুর শহর গিয়ে সূর্যকান্ত মিশ্র বললেন, ''বিশ্বভারতীর উপাচার্য কার দ্বারা নিয়ন্ত্রিত তা আমরা জানি। ওনাকে নিয়ন্ত্রণ করে আরএসএস বিজেপি। তাছাড়া, উনি যে সব মন্তব্য করেছেন তার পিছনের কারনটাও আমাদের জানা। পাশাপাশি, তৃণমূল যে কার্যকলাপ করছে তার তীব্র নিন্দা আমরা করছি''।
মেদিনীপুর শহরে সিপিএমের বর্ধিত সভা ছিল সোমবার। সেখানে উপস্থিত হয়েছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। বর্ধিত সভায় সাংগঠনিক স্তরে আলোচনা ছাড়াও কংগ্রেসের সঙ্গে মিলিতভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন সূর্যকান্ত মিশ্র।
বর্ধিত সভা থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্য়ে তিনি বলেন, ''আমরা কর্মীদের বলেছি, বিজেপি-তৃণমূল বিরোধী ভোট একত্রিত করার জন্য। বিধানসভা ভোটের আগে দলীয় কর্মীদের সক্রিয়ভাবে কাজ করতে হবে। সংগঠন চাঙ্গা করতে সমস্ত রকম লড়াই করতে হবে আমাদের''।