নিক্যাপের আড়ালে সোনা পাচারের চেষ্টা, হাতেনাতে ধরা পড়ল দুই পাচারকারী

Published : Aug 24, 2020, 04:55 PM IST
নিক্যাপের আড়ালে সোনা পাচারের চেষ্টা, হাতেনাতে ধরা পড়ল দুই পাচারকারী

সংক্ষিপ্ত

গোপন সূত্রে পাওয়া খবরে বাজিমাত ফের সোনা পাচারের চেষ্টা বানচাল গোয়েন্দাদের হাতেনাতে ধরা পড়ল দুই পাচারকারী উদ্ধার বিপুল পরিমাণ সোনা

মিঠু সাহা, শিলিগুড়ি:  ব্যবধান মাত্র এক সপ্তাহের। পায়ে জড়ানো নিক্যাপের আড়ালে এবার সোনা পাচারের ছক বানচাল করে দিলেন কেন্দ্রীয় রাজস্ব দপ্তরের গোয়েন্দারা। হাতনাতে ধরা পড়েছে দু'জন পাচারকারীও। ঘটনাস্থল, সেই শিলিগুড়ি।

আরও পড়ুন: স্বামীহারা মহিলাকে আটকে রেখে রাতভর 'ধর্ষণ', পুলিশের জালে দুই অভিযুক্ত

লুকিয়ে-চুরিয়ে নয়, অসমের গুয়াহাটি থেকে ব্রহ্মপুত্র মেলে চেপে দিল্লি উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন দুই পাচারকারী। সোনা রাখা ছিল পা জড়ানো নিক্যাপের আড়ালে। কিন্তু শেষরক্ষা আর হল কই! গোপন সূত্রে সোনা পাচার খবর পেয়ে যান কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা। ব্রহ্মপুত্র মেলে যখন এনজিপি স্টেশনে পৌঁছয়, তখন ট্রেনে তল্লাশি শুরু করেন গোয়েন্দারা। প্রথমে নেহাতই সন্দেহের বশে আটক করা হয় দু'জনকে। শেষপর্যন্ত তাদের জিজ্ঞাবাদ করেই উদ্ধার ১ কেজি ৯৯২ গ্রা সোনা।  এরপরই ওই দু'জনকে গ্রেফতার করা হয়। তাদের বাড়ি রাজস্থানে।

আরও পড়ুন: মোবাইল কেনার টাকা নেই, অনলাইনে পড়াশুনা থেকে বঞ্চিত প্রত্যন্ত গ্রাম

এর আগে ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসে শিলিগুড়ি থেকে ২৬ কেজি সোনা-সহ তিনজনকে গ্রেফতার করে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের গোয়েন্দারা। সেবার রেলপথে সোনা পাচারের চেষ্টা করা হয়েছিল। বারবার এমন ঘটনায় কিন্তু রেলে নজরদারি ও  নিরাপত্তা নিয়ে প্রশ্নে উঠছে।

PREV
click me!

Recommended Stories

কেন যান নি গীতাপাঠের অনুষ্ঠানে? দেখুন কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Suvendu Adhikari: বঙ্কিমদা বলায় মোদীকে তুলোধনা তৃণমূলের, পাল্টা দিয়ে চরম আক্রমণ শুভেন্দুর