দিল্লিতে ঝাড়ু-ঝড়, 'বিজেপি মুর্দাবাদ' লেখা ব্যানার নিয়ে মিছিল তৃণমূলের

 

  • দিল্লিতে ধরাশায়ী বিজেপি
  • বিপুল সংখ্যাগরিষ্টতা নিয়ে ক্ষমতায় ফিরল আপ
  • মেদিনীপুরে তৃণমূলের বিজয় মিছিল
  • মিছিলে হাঁটলেন দলের জেলা সভাপতিও

Tanumoy Ghoshal | Published : Feb 11, 2020 2:03 PM IST / Updated: Feb 11 2020, 07:35 PM IST

দিল্লিতে ধরাশায়ী বিজেপি। বিধানসভা ভোটে বিপুল সংখ্যাগরিষ্টতা নিয়ে ফের ক্ষমতায় ফিরল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি বা আপ। মেদিনীপুর শহরে  'বিজেপি মুর্দাবাদ' লেখা ব্যানার হাতে নিয়ে মিছিল করলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। মিছিলে হাঁটলেন দলের জেলা সভাপতিও।

ঝাড়খণ্ড, মহারাষ্ট্রের পর এবার দিল্লি। একের পর এক রাজ্যে বিধানসভা ভোটে হারছে বিজেপি। দিল্লিতে সোমবার ভোটগণনা শুরু হতেই এগিয়ে যায় আপ। বেলা যত গড়িয়েছে, পাল্লা দিয়ে বেড়েছে ব্যবধানও। ৭০ আসনের বিধানসভায় ৬২টি আসন পেয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল। সাতটি আসনে জিতেছে বিজেপি। রাজধানীতে গেরুয়া বিপর্যয়ে উল্লসিত তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফোন করে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। বাঁকুড়ায় বিজেপি-র বিরুদ্ধে সুর আরও চড়িয়েছে মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুন: বিজেপি পরিচালিত পঞ্চায়েতের উদ্যোগ, অলচিকিতে লেখা হল পঞ্চায়েত সমিতির নাম

মঙ্গলবার বিকেলে মেদিনীপুর শহরে গান্ধীমূর্তি পাদদেশে জমায়েত করেন স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা। এরপর মিছিল করে গোটা শহরে পরিক্রমা করেন তাঁরা। মিছিল পা মেলালেন দলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতিও। তিনি বলেন, 'বিজেপি একে এক রাজ্যে যত ধরাশায়ী হবে, ততই আমরা বিজয়োল্লাস করব। অরবিন্দ কেজরিওয়ালকে ধন্যবাদ জানাচ্ছি।' শুধু মিছিল করাই নয়, জেলা তৃণমূল একগুচ্ছ কর্মসূচিও ঘোষণা করতে চলেছে বলে জানা দিয়েছে।

Share this article
click me!