অজানা জন্তুর আক্রমণে আতঙ্ক, লোকালয়ে ঢুকতেই প্রাণীটিকে পিটিয়ে মারলেন গ্রামবাসীরা

Published : Sep 04, 2020, 06:41 PM IST
অজানা জন্তুর আক্রমণে আতঙ্ক, লোকালয়ে ঢুকতেই প্রাণীটিকে পিটিয়ে মারলেন গ্রামবাসীরা

সংক্ষিপ্ত

জঙ্গলের অজানা জন্তুর আতঙ্ক রক্তাক্ত হয়েছেন বেশ কয়েকজন  প্রাণীটিকে পিটিয়ে মেরে ফেললেন গ্রামবাসীরা আতঙ্ক কাটল গড়বেতায়  

শাজাহান আলি, মেদিনীপুর:  দেখতে অনেকটা শিয়ালের মতো। কেউ কেউ আবার বলছেন হায়না। লোকালয় ঢুকতেই হিংস্র প্রাণীটিকে পিটিয়ে মেরে ফেললেন গ্রামবাসীরাই। আতঙ্ক কাটল পশ্চিম মেদিনীপুরের গড়বেতায়।

আরও পড়ুন: কাকভোরে গ্রামে ঢুকল হাতির পাল, চাষে বড়সড় ক্ষতির আশঙ্কা মেদিনীপুরে

ঘটনার সূত্রপাত সপ্তাহ দুয়েক আগে। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার প্রত্যন্ত গ্রাম বহড়াশোল ও শাঁখাবাঈ। দুটি গ্রামই একেবারেই জঙ্গল লাগোয়া। জঙ্গলের উপর নির্ভর করে দিন গুজরান করেন গ্রামবাসীরা। কিন্তু অজানা জন্তুর আতঙ্কে ঘুম উড়িয়ে গিয়েছিল তাঁদের। স্থানীয় বাসিন্দাদের দাবি, জঙ্গলে একা দেখলেই হামলা চালাচ্ছিল হিংস্র জন্তুটি। রক্তাক্ত হন মহিলা-সহ চারজন গ্রামবাসী। এমনকী. রেহাই পাননি ললিতাগঞ্জ, বীরসিংহপুরের মতো আশেপাশের গ্রামের বাসিন্দারাও। বনদপ্তরকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ।

আরও পড়ুন: বর্ষার জলে নদীতে ভেসে এল ঘরিয়াল, শোরগোল রায়গঞ্জে

জানা গিয়েছে, স্থানীয় ললিতাগঞ্জে গ্রামে হিংস্র জন্তুটির আক্রমণে জখম হন বেশ কয়েকজন। শুক্রবার সকালে গ্রামে একজনের বাড়িতে সামনে গরু বাধা ছিল। সেই গরুগুলির উপর বন্যজন্তুটি হামলা চালায়। ঘটনাটি নজরে পড়ে যায় স্থানীয় বাসিন্দাদের। এরপর সকলে মিলে জন্তুটি ঘিরে ধরেন এবং শেষপর্যন্ত প্রাণীটিকে পিটিয়ে মেরে ফেলা হয়। খবর পেয়ে গ্রামে মৃত জন্তুটিকে নিয়ে চলে যান বনদপ্তরের কর্মীরা। জন্তুটি কী প্রজাতির, তা খতিয়ে দেখা হচ্ছে। 

PREV
click me!

Recommended Stories

'এবার থেকে যেখানে যাবেন বন্দে মাতরম বাজান হবে' মমতাকে চরম বার্তা শুভেন্দুর
West Bengal SIR News: ভারতীয় বাবার ‘অচেনা বাংলাদেশি ছেলে’! SIR হতেই সব কাণ্ড ফাঁস