রেহাই নেই আট বছরের শিশুরও, লকডাউনে থাকা নাগরিকদের উপর নির্লজ্জ হামলা পাক সেনার, দেখুন ভিডিও

নির্লজ্জতার সব সীমা পার করল পাক সেনা

বিশ্বজুড়ে দেখা দিয়েছে মহাবিপর্যয়

ভারতে চলছে লকডাউন

এর মধ্য়ে তারা হামলা চালাচ্ছে সাধারণ ভারতীয় নাগরিকদের উপর

 

amartya lahiri | Published : Apr 12, 2020 3:24 PM IST / Updated: Apr 12 2020, 11:11 PM IST

নির্লজ্জতার সব সীমা পার করল পাকিস্তানি সেনা। করোনাভাইরাস-এর প্রকোপ রোধ করতে সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ভারতেও যখন লকডাউন প্রোটোকল চলছে, সেই সময়-ও যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে তারা। শুধু তাই নয়, সাধারণ নাগরিকরা যখন সবাই ঘরে বন্দি হয়ে আছেন, সেই সময় বেঝে বেঝে তাদের ঘরবাডড়িকে আক্রমণ করছে তারা। রবিবার বিকেলে এইরকম এক নক্কারজনক হামলায় প্রাণ গেল তিন অসামরিক নাগরিক-এর।

জানা গিয়েছে, এদিন দুপুর থেকেই আচমকা জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় ভারী গোলা বর্ষণ শুরু করে পাক রেঞ্জাররা। ভারতীয় সেনা-ঘাঁটিগুলির পাশাপাশি নিয়ন্ত্রণরেখা এলাকার ভারতীয় নাগরিকদের বাড়িগুলি বেছে বেছে নিশানা করা হয় বলে অভিযোগ। কুপওয়ারা সেক্টরের বেশ কয়েকটি বাড়ি পাক গোলার আঘাতে দারুণ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় সেনা। আর তিন নাগরিকরে মৃত্যুর খবর এসেছে, কুপওয়ারা, চৌকিবল-এর তুমিনা ও হান্দওয়ারা সেক্টর থেকে।

এদিনের মৃত তিন ব্যক্তির মধ্যে চৌকিবল-এর তুমিনায় মৃত্যু হয়েছে মাত্র আট বছরের ছোট্ট শিশু জিয়ান আহমেদ-এর। এদিন বিজেপির সর্বভারতী সাধারণ সম্পাদক রাম মাধব ওই শিশুটির নিথর দেহ আঁকড়ে তার মায়ের হাহাকারের একটি ছবি প্রকাশ করেছেন।

গত রবিবারও একইভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতীয় সেনার ঘাঁটিগুলি লক্ষ্য করে গোলাবর্ষণ করেছিল পাক রেঞ্জাররা। তার জবাবে, গত শুক্রবারই, ভারতীয় সেনা এই কুপওয়ারা জেলা থেকেই উল্টোদিকের পাকিস্তান সেনাদের একটি গোলা বারুত রাখার মজুত ঘর, একটি জঙ্গি লঞ্চ প্যাড ও আরও একটি সামরিক স্থাপা উড়িয়ে দিয়েছিল। সেই প্রত্তুত্তরের একটি এরিয়াল ভিডিও ফুটেজ-ও প্রকাশ করেছিল সেনা। ওই ঘটনায় অন্তত, আট জঙ্গি ও ১৫ পরাক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে বলে দাবি করেছিল সেনা।  

 

Share this article
click me!

Latest Videos

৮৭ দিন পার, কবে শেষ হবে তদন্ত! CBI দফতর অভিযানে মহিলারা | RG Kar Protest | RG Kar News Today
'কুকুরের লেজ যেমন সোজা হয়না তেমনই মমতার পুলিশকে পরিবর্তন করা যায় না' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর
সঞ্জয় রায়ের মন্তব্যের পরই এই কেস রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার আর্জি শুভেন্দুর, দেখুন কী বললেন তিনি
'এতদিন আমি মুখ খুলিনি, ফাঁসাচ্ছে, ডিপার্টমেন্ট বলেছে চুপ থাকতে' চিৎকার সঞ্জয়ের | Sanjay Roy RG Kar
RG Kar Hearing Live : আর জি কর মামলায় সুপ্রিম কোর্টে শুনানি, দেখুন সরাসরি