বেশি করে ঘুমালেই কি করোনা হবে জব্দ, দেখুন কী 'বৈজ্ঞানিক' দাওয়াই দিলেন পাক ধর্মগুরু

করোনা রোধে বেশি করে ঘুমাতে হবে

তাহহলে করোনা শরীরে ক্ষতিও করতে পারবে না

সংক্রমণের হারও কমবে

এই তত্ত্বের কী বৈজ্ঞানিক ব্যাখ্যায় দিলেন পাক ধর্মগুরু

 

পাকিস্তানে করোনাভাইরাস মহামারির দাপট যত বাড়ছে, ততই রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের জনগণের মধ্যে আজব করোনারোধী তত্ত্ব দেওয়ার প্রবণতা বাড়ছে। সম্প্রতি এক ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেল একজন পাকিস্তানি মৌলানা করোনাভাইরাসের বিস্তার রোধে লোকজনদের যত বেশি সম্ভব ঘুমানোর পরামর্শ দিচ্ছেন। কিন্তু, কেন? ঘুমিয়ে ঘুমিয়ে কীভাবে করোনা রোধ করা যাবে? তার বৈজ্ঞানিক তত্ত্বও দিয়েছেন তিনি।

মৌলানার বৈজ্ঢানিক ব্যাখ্যাটি খুব সহজ। ভিডিওতে দেখা যাচ্ছে তিনি বলছেন, ঘুমিয়ে থাকলে ভাইরাসটি মানবদেহের কোনও ক্ষতি করতে পারে না। কারণ, মানুষ যখন ঘুমায় ভাইরাসটিও তখন ঘুমিয়ে পড়ে। মানুষ যত বেশি ঘুমায়, ভাইরাস-ও তত বেশি করে ঘুমায়। আর আমরা মরে গেলে এটিও মারা যায়। তাই ভাইরাস আক্রান্ত হলে বেশি করে ঘুমানো উচিত। তাহলে ভাইরাসে দেহের ক্ষতিও হবে না। আর ছড়িয়েও পড়বে না অন্য দেহে। চিকিৎসকরাই করোনা রোধে বেশি করে ঘুমানোর পরামর্শ দেন বলেও দাবি করেন ওই মৌলানা।  

Latest Videos

বস্তুত তিনি কিছুটা অংশ ঠিকই বলেছেন। মানুষ মারা গেলে, কয়েক ঘন্টা পর শরীরে থাকা ভাইরাসও মারা যায়। কিন্তু, মানুষ ঘুমালো ভাইরাসও ঘুমিয়ে পড়ে এই তত্ত্ব কোথা থেকে পেলেন কে জানে! অনেকে বলছেন, ভাগ্গিস তিনি করোনা রোধে সবাইকে মৃত্যুববরণ করতে বলেননি।

পাকিস্তানে অবশ্য এই রকম ভুল তথ্যের প্রচার এই নতুন নয়। দিন কয়েক আগে যেমন এক সরকারি ঘোষণা থেকে রটে গিয়েছিল পাকিস্তানে করোনা হানা দেয় বিকাল পাঁচটার পর। সরকারের তরফ থেকে বিকাল পাঁচটার পর চলাচল ও কর্মকাণ্ডে বিধিনিষেধের কথা ঘোষণা করা হয়েছিল। সেই সংবাদ পরিবেশন করতে গিয়েই স্থানীয় এক সংবাদমাধ্যম বলে, পাক সরকার জানিয়েছে করোনা পাকিস্তানে বিকাল ৫টার পর হানা দেয়।    

 

Share this article
click me!

Latest Videos

‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M
ফের গায়েব ট্যাবের টাকা! ক্ষুব্ধ বেগমপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা | Bengal Tab Scam | Hooghly News
উত্তর ব্যারাকপুরে শোকের ছায়া! নিজের বাড়ির ছাদ থেকেই পাওয়া গেল নিথর দেহ | North 24 Parganas News
গোপন অভিযানে এ কী উদ্ধার করলো পুলিশ! চাঞ্চল্য ভাঙড়ে | South 24 Parganas News Today
‘মুখ্যমন্ত্রী গরীবদের আশ্বাস নিয়ে সেটা লুঠ করছেন’ ট্যাব দুর্নীতিতে মমতাকে আক্রমণ দিলীপ ঘোষের