পুজোর মণ্ডপ হপিং-এ কীভাবে ঠিকিয়ে রাখবেন পারফিউম-এর গন্ধ, জানুন উপায়

  • মা দুর্গা চলে এল বলে
  •  মেকআপ প্যান্ডেল হপিং,খাওয়া দাওয়া সব কিছুরই প্ল্যানিং
  • সারাদিন প্যান্ডেলে ঘুরলে চাই দীর্ঘস্থায়ী পারফিউম
  • আপনার পছন্দের পারফিউমকে দীর্ঘসময় টিকিয়ে রাখার উপায়
     

শ্বশুর বাড়ি ছেড়ে এবার বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন মা দুর্গা। পুজোর মেক আপ, প্যান্ডেল হপিং, ড্রেস, খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্তই একেবারে ছকে ফেলা। তবে সারাদিন প্যান্ডেল হপিং-এর পরেও কিভাবে তরতাজা থাকবেন সে চিন্তা কি আদৌ করেছেন? না করলে এবার করা শুরু করুন। সারাদিন প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরলে তো ঘাম একটু ঝরবেই। তাই তারজন্য চাই দীর্ঘক্ষণ স্থায়ী পারফিউম। কিভাবে আপনার পছন্দের পারফিউমকে দীর্ঘসময় টিকিয়ে রাখবেন চলুন দেখেনি তার কয়েকটি উপায়। 

কোথায় কোথায় পারফিউম লাগাবেন-

Latest Videos

জামাকাপড়ে যতটা সম্ভব কম পারফিউম লাগান। আসলে এর দুটো কারণ রয়েছে। প্রথম হল জামাকাপড়ে পারফিউম লাগালে জামা কাপড়ে বিশ্রী দাগ হয়ে যায় এবং জামাকাপড় থেকে চট করে পারফিউম উবেও যায়। সেজন্য আন্ডার আর্মস ছাড়াও দুই হাতের কবজিতে পারফিউম লাগান। এছাড়াও কনুইয়ের পিছনের দিকে যেখানে আমরা হাত ভাঁজ করি এবং হাঁটুর পিছনে যেখানে আমরা পা ভাঁজ করি সেখানেও স্প্রে করে দিন পারফিউম। 

কোথায় পারফিউমের শিশি রাখলে তা দীর্ঘদিন থাকবে- 

পুজোর আগে ফ্রিজে রাখুন পারফিউমের শিশি। ঠাণ্ডা জায়গায় পারফিউমের শিশি থাকলে তার সুগন্ধ টিকে থাকবে অনেকদিন। 

পারফিউম কখন লাগানো উচিত - 

সবসময় মাথায় রাখতে হবে যে হালকা গরম জল ত্বকের ছিদ্র বড় করতে সাহায্য করে। তাই ওই পরিস্থিতিতে যে কোন প্রসাধনীই রোমকূপ দিয়ে ত্বকের ভিতরে চলে যায়। তাই সারাদিন তরতাজা থাকতে চাইলে হালকা গরম জলে স্নান করার পরেই পারফিউম লাগিয়ে নিন। যে কোনও স্নায়ুসন্ধিতে পারফিউম লাগালে তা অনেকক্ষণ থাকে। কারণ আমাদের শরীরের অন্যান্য অংশের তুলনায় স্নায়ুসন্ধি অনেক বেশি গরম হয়। সে কারণেই কবজি, কনুই, হাঁটু এসব জায়গায় পারফিউম লাগানোর কথা আগেই বলা হয়েছে। 

চুলে গন্ধ হলে কি করবেন- 

চুলে কখনওই পারফিউম দেওয়া উচিত নয়। কারণ চুলে পারফিউম দিলে চুল শুষ্ক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই পারফিউমের বদলে চুলে সুগন্ধি তেল, শ্যাম্পু বা সিরাম ইত্যাদি ব্যবহার করতে পারেন। এছাড়াও চিরুনিতে অল্প একটু পারফিউম স্প্রে করেও সেটা দিয়ে চুল আঁচরে নিতে পারেন। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today