২০১৯-এই ২০৯১-এর পৃথিবীর ছবি, এবার দমদম পার্ক তরুণ সংঘের পুজো মন্ডপে, দেখুন ভিডিও

Published : Oct 01, 2019, 09:13 PM IST
২০১৯-এই ২০৯১-এর পৃথিবীর ছবি, এবার দমদম পার্ক তরুণ সংঘের পুজো মন্ডপে, দেখুন ভিডিও

সংক্ষিপ্ত

শুরু হয়ে গিয়েছে এশিয়ানেট নিউদ শারদ সম্মান ২০১৯-এর পুজো পরিক্রমা। প্রথম দিনই আমাদের বিচারকরা উপস্থিত হন উত্তর কলকাতার অন্যতম বড় পুজো দমদম পার্ক তরুণ সংঘের পূজা মন্ডপে। প্রত্যেকবারই সামাজিক বিভিন্ন বিষয়কে সৃষ্টিশীলতার মধ্য দিয়ে তুলে ধরে দমদম পার্ক তরুণ সংঘ। এই বার ২০১৯-এ দাঁড়িয়েই এই পুজো মন্ডপে দেখা যাবে ২০৯১ সালের কাল্পনিক এক পৃথিবীকে। জলবায়ু পরিবর্তনে এখন আর তত্ত্বে আটকে ভয়াল রূপ ধরা পড়ছে সাদা চোখেই। আর সেই পরিবর্তনের পর পৃথিবীটা কোথায় গিয়ে দাঁড়াবে তাই ফুটে উঠেছে শিল্পীর কল্পনায়।  

শুরু হয়ে গিয়েছে এশিয়ানেট নিউদ শারদ সম্মান ২০১৯-এর পুজো পরিক্রমা। প্রথম দিনই আমাদের বিচারকরা উপস্থিত হন উত্তর কলকাতার অন্যতম বড় পুজো দমদম পার্ক তরুণ সংঘের পূজা মন্ডপে। প্রত্যেকবারই সামাজিক বিভিন্ন বিষয়কে সৃষ্টিশীলতার মধ্য দিয়ে তুলে ধরে দমদম পার্ক তরুণ সংঘ। এই বার ২০১৯-এ দাঁড়িয়েই এই পুজো মন্ডপে দেখা যাবে ২০৯১ সালের কাল্পনিক এক পৃথিবীকে। জলবায়ু পরিবর্তনে এখন আর তত্ত্বে আটকে ভয়াল রূপ ধরা পড়ছে সাদা চোখেই। আর সেই পরিবর্তনের পর পৃথিবীটা কোথায় গিয়ে দাঁড়াবে তাই ফুটে উঠেছে শিল্পীর কল্পনায়।

 

PREV
click me!

Recommended Stories

Durga Puja 2025: সঙ্ঘাতির 'দ্বৈত দুর্গা' থিমে বাংলার দুর্গা এবং শেরাওয়ালি মাতা, বিষয়টা ঠিক কী?
Durga Puja 2025: দুর্গাপুজোয় চাঙ্গা রাজ্যের অর্থনীতি? ১০-১৫% বৃদ্ধির সম্ভাবনা, আনুমানিক ৪৬,০০০-৫০,০০০ কোটি টাকা