বিয়ের আমন্ত্রণ রক্ষা করতে না পারার শাস্তি, নববধূর কাছ থেকে এল ১৭ হাজার টাকার জরিমান-বিল

বিয়ের অনুষ্ঠানে যেতে পারেননি আমন্ত্রিত ব্যক্তি। তারই জন্য তাঁকে জরিমানা করবেন নববূধ। সেই বিলই ভাইলার নেটদুনিয়ায়। 
 

বিয়ের অনুষ্ঠানে উপস্থত না হওয়ার রীতিমত জরিমানা করল নববধূ। একই পরিবারের দুই জনকে নিমন্ত্রণ করা হয়েছিল। কিন্তু ব্যক্তিগত কারণ থাকায় বিয়ের অনুষ্ঠান ও বিয়ের ভোজসভায় থাকতে পারেননি সেই অতিথি। তাকেই তাঁকে ২৪০ ডলার জরিমান করা হয়েছে। ভারতীয় মূল্য ১৭ হাজার ৭০০ টাকা। 'নো কাম, নো শো গেস্ট' নামের জরিমানার বিলটি এখন ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। 

বিলটিতে বলা হয়েছে বিবাহের ভোজসভায় তাঁদের জন্য দুটি চেয়ার বুক করা হয়েছিল। কিন্তু তাঁরা উপস্থিত হননি। কোন খবরও দেননি যে তাঁরা অনুষ্ঠানে যেতে পারছেন না। সেই জন্য এই জরিমানা করা হয়েছে। এমনটাই জানিয়েছেন নববধু। পাশাপাশি নববধূ আরও জানিয়েছেন দায়িত্বজ্ঞাণহীন হয়ে তাঁরা  অনুষ্ঠানে উপস্থিত হননি, সেই কারণে তাঁদের খরচও কনে বহন করবে না। গত ৮ অহাস্ট বিলটি পাঠান হয়েছিল। ফিলিপ লুইয়ের নামে এক টুইট ব্যবহারকারী বিলটি শেয়ার করেছেন। ক্যাপশানে তিনি লিখেছেন, তিনি জীবনে কোনও দিন এমন বিয়ের আমন্ত্রণপত্রের ইনভয়েস দেখেননি। 

'জয়শ্রী রাম বলতেই হবে', মুসলিম ব্যক্তিকে ঘিরে ধরে আঙুল তুলে ধমকের ভিডিও ভাইরাল

ভারত-আফগান সম্পর্ক নিয়ে আশাবাদী তালিবানরা, স্টেনিকজাইয়ের মন্তব্য ঘিরে জল্পনা

এই বিলটি নিয়ে যথষ্টই হৈচৈ হয়েছে নেটপাড়ায়। অনেকেই বিষয়টিকে নিম্নমানের আচরণ বলে চিহ্নিত করেছেন। অনেকেই আবার বলেছেন বিয়ের আমন্ত্রণ গ্রহণ করা আর আইনচুক্তি করা এক বিষয় নয়। এটি একটি সামাজিক চুক্তি। কিন্তু তা গ্রহণ করা মানেই অনুষ্ঠানে হাজির থাকবে হবে এমন বাধ্যবাধকতা থাকতে পারে না। একটি একটি অতি ক্ষুদ্র বিষয় হিসেবে চিহ্নিত করে জল ঘোলা করা হচ্ছে বলেও মন্তব্য করেন এক নেট ব্যবহারকারী। 

Share this article
click me!

Latest Videos

‘আমি মনে করি Firhad Hakim একজন দেশদ্রোহী’ বিস্ফোরক মন্তব্য Satyen Roy-এর, দেখুন
Suvendu Adhikari Live : আসানসোলে মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
'তৃণমূলের মাফিয়ার কাজ করে মাসে এক কোটি কামায় পুলিশের IC', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
পুলিশের তৎপরতায় নাবালক উদ্ধার! হাঁফ ছেড়ে বাঁচলো পরিবার, চাঞ্চল্য Canning-এ | South 24 Parganas News
PM Modi Live: নিখিল কামথের মুখোমুখি প্রধানমন্ত্রী, কী বার্তা, দেখুন সরাসরি