শারীরিক সম্পর্ক বা শারীরিক মিলন আরও কাছাকাছি আনে দুটো মানুষকে। তবে, এই সম্পর্ক নিয়ে নানা রকম ধারণা আছে অনেকের মনে। এখন শারীরিক মিলন বা সেক্স নিয়ে সেভাবে খোলাখুলি আলোচনা করতে সকলে স্বচ্ছন্দ্য বোধ করেন না। তবে, এই নিয়ে অনেকের মনেই নানা রকম প্রশ্ন থাকে। তার মধ্যে একটি হল, কোন বয়সে মেয়েরা যৌন পরিতৃপ্তি বেশি মাত্রায় অনুভব করে।
সম্পর্ক আরও মজবুত হয় শারীরিক মিলনের পর। এমন কথা অনেকেই মনে করে। দাম্পত্য হোক কি প্রেমের সম্পর্কে শারীরিক মিলনের একটা বিস্তর গুরুত্ব আছে। শারীরিক সম্পর্ক বা শারীরিক মিলন আরও কাছাকাছি আনে দুটো মানুষকে। তবে, এই সম্পর্ক নিয়ে নানা রকম ধারণা আছে অনেকের মনে। এখন শারীরিক মিলন বা সেক্স নিয়ে সেভাবে খোলাখুলি আলোচনা করতে সকলে স্বচ্ছন্দ্য বোধ করেন না। তবে, এই নিয়ে অনেকের মনেই নানা রকম প্রশ্ন থাকে। তার মধ্যে একটি হল, কোন বয়সে মেয়েরা যৌন পরিতৃপ্তি বেশি মাত্রায় অনুভব করে। অথবা কোন বয়সে মেয়েরা সব থেকে বেশি শারীরিক মিলন উপভোগ করেন।
জানা গিয়েছে, ২০ বছরের কোটা যৌন সম্পর্ক বেশি উপভোগ করেন। ২০ থেকে ৩০ বছরের মধ্যে শারীরিক সম্পর্ক মেয়েরা উপভোগ করে। তবে, এই বয়সে সেক্স নিয়ে নানা রকম ভুল ধারণা থাকে তাদের মনে। বিয়ের আগে যৌন মিলনে অনেকে ভয় পান। আর যারা বিয়ের আগে যৌন মিলন করেন, তাদের মনেও নানা রকম ধারণা তৈরি হয়। ফলে, শারীরিক মিলনের সময় তাদের মনে এই ভয় কাজ করে।
৩০-এর কোটায় উত্তেজনা বেশি মাত্রায় হয়। শরীর নিয়ে আত্মবিশ্বাসী হন এই বয়সে অনেকে। সে কারণে চরম সুখ লাভ করেন শারীরিক মিলনের সময়। তবে, এই সমীকরণ সকলের জন্য সমান নয়। ৩০-এর কোটায় অধিকাংশ মেয়েরা গর্ভধারণের পরিকল্পনা করে থাকেন। সে কারণে, গর্ভধারণের পর ধীরে ধীরে যৌন চাহিদা কমতে থাকে। এক রিপোর্ট বলছে, প্রসবের পর ৬ মাস মাত্রে ৩ থেকে ৫ বার যৌন মিলন করে দম্পতিরা। আর ৩০-এর পার হওয়ার পর ৯০ শতাংশ মহিলারা অরগাজম অনুভব করেন।
এদিকে ৪০-এর কোটায় পা দিলে মহিলারা তাদের থেকে কম বয়সী পুরুষদের প্রতি আকৃষ্ট হন। এই বয়সে ছেলেরাও পর্নোগ্রাফি দেখতে ও সেক্স চ্যাট করতে বেশি লিপ্ত হন। এই বয়সে মেয়েদের যৌন চাহিদার ক্ষেত্রে তারতম্য দেখা যায়। ৪০ থেকে ৫০-এর মধ্যে অনেক মেয়ের যেমন যৌন চাহিদা থাকে। আবার অনেকের এই চাহিদা কমতে থাকে। ফলে, শারীরিক চাহিদা এক এক বয়সে এক এক রকম হয়। কোনও বয়সে মেয়েরা এই বিষয় আত্মবিশ্বাসী হন, আবার কোনও বয়সে তারা যৌন সম্পর্কে আগ্রহ হারিয়ে ফেলেন।