প্রেমের ফাঁদে সাতে সাত পেতে চান, জেনে নিন কোন দিনে বিশেষ কী

  • প্রেম দিবসের সাত দিন সেলিব্রেশন
  • প্রথম পর্বে গোলাপ দিবস
  • শুরু প্রেম সপ্তাহ
  • জানুন কোন দিনে বিশেষ কী

Jayita Chandra | Published : Feb 7, 2020 6:21 AM IST / Updated: Feb 07 2020, 11:59 AM IST

ফেব্রুয়ারি মাস মানেই শুরু থেকে প্রেমের আমেজ। বাতাসে বহিছে প্রেম... । পড়ল প্রেম সপ্তাহ। প্রেম দিবসের আগের সাতদিন একে একে সম্পর্ককে এগিয়ে গিয়ে যাওয়ার পালা। পায়ে পায়ে এগিয়ে পরিণতি মেলে ১৪ ফেব্রুয়ারিতে। তাই ছক বাঁধা সম্পর্কে এবার নিয়ম মেনে পা ফেলুন। সাকের মানুষকে সারপ্রাইজ দেবেন ভাবছেন, এক নজরে আরও একবার ঝালিয়ে নিন, কোন দিনের বিশেষত্ব কী...

আরও পড়ুনঃ শুরু প্রেম দিবসের সাত কাহন, প্রথম পর্বে গোলাপ, জেনে নিন কাকে দেবেন কোন রোজ

রোজ ডে- ৭ ফেব্রুয়ারি গোলাপ দিবস। এই দিন কাছের মানুষটিকে গোলাপ দিয়ে মেনর কথা খুলে বলুন। 

প্রোপজ ডে- ৮ ফেব্রুয়ারি প্রেমের প্রস্তাবটা দিয়েই ফেলুন। আর পুরনো সম্পর্ক হলে, নতুন করে তাঁকে আরাও একবার বিশেষ অনুভব করাতে আকেরবার প্রোপজটা সেরে ফেলুন। 

চকোলেট ডে- ৯ ফেব্রুয়ারি পালন করা হয় চকোলেট দিন। প্রস্তাব দেওয়ার পর এবার একটু মিষ্টি মুখ পালা, এই দিন চকোলেট তুলে দিন পার্টনারের হাতে। 

টেডি ডে- ১০ ফেব্রুয়ারি পালন করা হয় টেডি ডি। এই দিন একটি টেডি কিনে দিয়ে প্রিয়জনকে ফিরিয়ে দিতে পারেন শৈশবের আমেজ।

প্রমিস ডে- ১১ ফেব্রুয়ারি প্রতিশ্রুতি দিবস। এই দিন প্রিয়জনকে কথা দেওয়ার পালা। এক সঙ্গে অনেকটা পথ চলার বাকি। আরও একবার তা মনে করিয়ে দেওয়ার পালা। 

হাগ ডে- ১২ ফেব্রুয়ারি আলিঙ্গন দিবস। এই দিন কাছের মানুষটির আরও কাছে যাওয়া। খানিক সময় একান্তে কাটিয়ে নেওয়া।

কিস ডে- ১৩ ফেব্রুয়ারি চুম্বন দিবস। সম্পর্কের প্রতিটি ধাপকে একে একে পার করার সপ্তাহ হলেন তাঁরা। 

ভ্যালেনটাইন্স ডে- ১৪ ফেব্রুয়ারি ভ্যালেনটাইন্স ডে। এই দিন সর্বসমগ্রে পালন করুন প্রেম দিবস।

Share this article
click me!