কীভাবে অতিরিক্ত কামের আসক্তি থেকে মুক্তি পাবেন, জেনে নিন বিশেষজ্ঞের পরামর্শ

Published : Aug 12, 2022, 12:53 PM IST
 কীভাবে অতিরিক্ত কামের আসক্তি থেকে মুক্তি পাবেন, জেনে নিন বিশেষজ্ঞের পরামর্শ

সংক্ষিপ্ত

সঙ্গমে লিপ্ত হওয়ার জন্য আবার কোনও সময় লাগে নাকি। এমন ধারণা অনেকের মনেই রয়েছে। কিন্তু যখন তখন সঙ্গমই ডেকে আনছে গভীর বিপদ।অতিমারি মানুষকে একঘরে করে দিয়েছে। এবং যার কারণেই মেলামেশা এবং খুল্লামখুল্লা যৌনতাতেও ভাঁটা পড়েছে। সেই খামতি পূরণের জন্য  যৌনতা নিয়ে  নানা চিন্তা সর্বক্ষণ মাথায় ঘুরছে। যদিও এটা কোনও অস্বাভাবিক ব্যাপার নয়। বয়ঃসন্ধির সময়ে শরীরে পরিবর্তনের সঙ্গে সঙ্গে কামবোধও বাড়ে এবং তখনই সারাক্ষণই মাথায় ঘোরে যৌনতার চিন্তা।তবে অতিরিক্ত সেক্স অ্যাডিকশন কি নেশা নাকি  হাইপারসেক্সুয়াল ডিজঅর্ডারের মূলে কাজ করে অবসাদ, জেনে নিন কী বলছেন বিশেষজ্ঞরা।

সঙ্গমে লিপ্ত হওয়ার জন্য আবার কোনও সময় লাগে নাকি। এমন ধারণা অনেকের মনেই রয়েছে। কিন্তু যখন তখন সঙ্গমই ডেকে আনছে গভীর বিপদ।অতিমারি মানুষকে একঘরে করে দিয়েছে। এবং যার কারণেই মেলামেশা এবং খুল্লামখুল্লা যৌনতাতেও ভাঁটা পড়েছে। সেই খামতি পূরণের জন্য  যৌনতা নিয়ে  নানা চিন্তা সর্বক্ষণ মাথায় ঘুরছে। যদিও এটা কোনও অস্বাভাবিক ব্যাপার নয়। বয়ঃসন্ধির সময়ে শরীরে পরিবর্তনের সঙ্গে সঙ্গে কামবোধও বাড়ে এবং তখনই সারাক্ষণই মাথায় ঘোরে যৌনতার চিন্তা।তবে অতিরিক্ত সেক্স অ্যাডিকশন কি নেশা নাকি  হাইপারসেক্সুয়াল ডিজঅর্ডারের মূলে কাজ করে অবসাদ, জেনে নিন কী বলছেন বিশেষজ্ঞরা।

সম্প্রতি গবেষণায় উঠে এসেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য যেখানে দেখা গেছে, অতিমারির কারণেই খুল্লামখুল্লা যৌনতাতে ভাঁটা পড়েছে। সেই খামতি পূরণের জন্য  যৌনতা নিয়ে  নানা চিন্তা সর্বক্ষণ মাথায় ঘুরছে। যদিও এটা কোনও অস্বাভাবিক ব্যাপার নয়। বয়ঃসন্ধির সময়ে শরীরে পরিবর্তনের সঙ্গে সঙ্গে কামবোধও বাড়ে এবং তখনই সারাক্ষণই মাথায় ঘোরে যৌনতার চিন্তা। তবে অতিরিক্ত সেক্স অ্যাডিকশন কি নেশা নাকি সেক্স অ্যাডিকশন কি নেশা নাকি হাইপারসেক্সুয়াল  ডিজঅর্ডারের মূলে কাজ করে অবসাদ, যা কিনা দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে।

 

 

যৌনতা নিয়ে একেক জনের একেক রকমের ফ্যান্টাসি রয়েছে। অনেকেই বিভিন্ন রকমভাবে যৌনতাকে উপভোগ করে। তবে যৌনতা নিয়ে বিভিন্ন প্রশ্ন অনেকেরই মনে ঘোরাফেরা করে। সেক্স অ্যাডিকশন বা হাইপারসেক্সুয়াল ডিজঅর্ডার বয়ঃসন্ধিতে অনেকেরই হয়ে থাকে। এই খুবই সাধারণ একটি ব্যাপার, যা চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়।  সারাক্ষণ যদি মাথায় যৌনচিন্তা ঘুরতে থাকে সেটা কিন্তু অস্বাভাবিক। আর তখনই হাইপারসেক্সুয়াল  ডিজঅর্ডারের মূলে কাজ করে অবসাদ, অতিরিক্ত অবদমনের মতো কিছু বিষয়। এই সময়টাতে কামবোধ এতটাই বেড়ে যায় যে এর থেকে যে কোনও বিপদও হতে পারে। সেক্স অ্যাডিকশন অতিরিক্ত পরিমাণে বেড়ে গেলে চিকিৎসকের পরামর্শ নিন। কীভাবে কামের আসক্তি থেকে নিজেকে বের করে নেওয়া যায় তা জন্যই চিকিৎসার প্রয়োজন। সমীক্ষা বলছে, বিশেষ করে রাতের বেলায় অ্যালকোহল পান করার পরই সঙ্গমে লিপ্ত হলেই বাড়ছে গভীর বিপদ। কারণ বিশেষজ্ঞদের মতে মদ্যপান অবস্থায় যৌনমিলনে লিপ্ত হলে ক্রমশই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি, যা থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। মদ্যপান ছাড়াও ভরা পেটে খাবার খেয়েও সঙ্গমে লিপ্ত হলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে। তবে শুধু হার্ট অ্যাটাকই নয় স্ট্রোকও হতে পারে যে কোনও সময়।

PREV
click me!

Recommended Stories

ব্রেকআপের পরে কী করবেন, এই কাজগুলো করলে পুরোনো প্রেম ভুলে যাবেন
পুরুষের বিয়ের বয়স ২১ হলেও লিভ-ইন করা যাবে ১৮ থেকে, বড় পর্যবেক্ষণ রাজস্থান হাইকোর্টের