ষষ্ঠীর দিন পরিবার ও বন্ধু-বান্ধব সকলকে জানান শুভেচ্ছা, রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ

শুরু হয়ে গিয়েছে দেবীর আরাধনা। আজ শারোদৎসবের প্রথম দিন। ষষ্ঠীর দিন আপনার পরিবারে ও বন্ধু-বান্ধব সকলকে জানান শুভেচ্ছা। রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ। দেখে নিন এক ঝলকে।

Sayanita Chakraborty | Published : Oct 20, 2023 8:02 AM / Updated: Oct 20 2023, 08:03 AM IST
110

দাও চেতনা, দাও প্রেরণা,

কালের আঁধার মুছিয়ে দাও মা,

বাজুক কাঁসার, জমুক আসার,

কাটুক আনন্দ ঘরে ঘরে। শুভ ষষ্ঠী। - পরিবার ও সকল পরিচিত ব্যক্তিকে পাঠাতে পারেন এমন বার্তা।

210

ভোরের পাখি উঠলো জেগে

মায়ের আগমনের কথা শুনে,

মা এসেছে মর্ত্যলোকে

শুভ ষষ্ঠী। - পাঠাতে পারেন এমন বার্তা।

310

শিউলি ফুলের গন্ধে পরিবেশ মনোরম হল,

ধুপ, দীপ আর শাঁখের আওয়াজ

মায়ের আগমন জানিয়ে দিল

শুভ মহা ষষ্ঠী। - সকল পরিচিত ব্যক্তিকে পাঠাতে পারেন এমন বার্তা।

410

কত অপেক্ষার অবসান হল আজ,

মা এসেছেন আজ ঘরে ঘরে

থাকো তুমি সবার অন্তরে...

প্রার্থনা করি,

শুভ ষষ্ঠী। - আজ পাঠান এই বার্তা।

510

মা দুর্গার আজ হল আগমন

আনন্দে ভরে উঠল সকলের মন

মায়ের উপরেই সকলের দৃষ্টি

তোমায় জানাই দুর্গাপুজোর শুভ ষষ্ঠী। - পাঠাতে পারেন এমন বার্তা।

610

একটা বছর পরে

আমার মা এলেন ঘরে

আমাদের সংসার উঠলো আলোয় ভরে

শুভ ষষ্ঠী।– পরিবার ও সকল পরিচিত ব্যক্তিকে পাঠাতে পারেন এমন বার্তা।

710

মায়ের বোধন সঙ্গে হোক

শুভ শক্তির বিকিরন।

শুভ মহা ষষ্ঠী।

810

পুজোর ভোরের ঢাকের আওয়াজ,

মা-র কাছে যাওয়া

দুঃখ ভুলে আনন্দে মেতে ওঠার পালা।

এই শুভ সময় সবাই থাকুক ভালো।

শুভ মহা ষষ্ঠী। -পরিবার ও সকল পরিচিত ব্যক্তিকে পাঠাতে পারেন এমন বার্তা।

910

একশো আট পদ্ম দিয়ে মায়ের পায়ে

শুরু হল মায়ের পুজোর শুভ সূচনা

শুভ ষষ্ঠী। -দিনের শুরুতে পাঠান এমন বার্তা।

1010

শুভ মহা ষষ্ঠীর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সকলের জীবন ভরে উঠুক খুশি ও আনন্দে..

এমন বার্তা পাঠান সকল পরিচিতকে। এই শুভ দিনে জানান আপনার শুভেচ্ছা।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos