২০২৩ সালে ১৪ অক্টোবর রয়েছে মহালয়া। এরপর ২০ অক্টোবর ষষ্ঠী, ২১ অক্টোবর সপ্তমী, ২২ অক্টোবর মহাষ্টমী, ২৩ অক্টোবর নবমী এবং ২৪ অক্টোবর পড়েছে বিজয়া দশমী। তারপর ২৮ অক্টোবর রয়েছে কোজাগরী লক্ষ্মীপুজো। অর্থাৎ, অক্টোবরে নিম্নচাপের বেগ শক্তিশালী হলে পুজোর সবকটি দিনই ছাতা নিয়ে বেরোতে হবে দর্শনার্থীদের।