স্বাভাবিকভাবে, মোটামুটি ১০ অক্টোবরের মধ্যেই দক্ষিণবঙ্গ থেকে বিদায় নেয় বৃষ্টি। কিন্তু এবছর, নির্দিষ্ট সময় পেরিয়ে দুর্গাপুজোতেও বর্ষা মাটি করতে পারে শারদোৎসবের আনন্দ।
উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল জোরালো ঘূর্ণাবর্ত। ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হয়ে গাঙ্গেয় উপকূলে প্রবল ঝড়বৃষ্টি ঘটাতে শুরু করেছে সেটি। আবহাওয়া দফতর জানাচ্ছে, স্থলভূমির ওপর দিয়ে বেশ ধীর গতিতেই এগোচ্ছে নিম্নচাপ। চলতি সপ্তাহের বুধবার পর্যন্ত রাজ্যের নানা জেলায় বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।
স্বাভাবিকভাবে, মোটামুটি ১০ অক্টোবরের মধ্যেই দক্ষিণবঙ্গ থেকে বিদায় নেয় বৃষ্টি। কিন্তু এবছর, নির্দিষ্ট সময় পেরিয়ে দুর্গাপুজোতেও (Durga Puja 2023) বর্ষা মাটি করতে পারে শারদোৎসবের আনন্দ।
২০২৩ সালে ১৪ অক্টোবর রয়েছে মহালয়া। এরপর ২০ অক্টোবর ষষ্ঠী, ২১ অক্টোবর সপ্তমী, ২২ অক্টোবর মহাষ্টমী, ২৩ অক্টোবর নবমী এবং ২৪ অক্টোবর পড়েছে বিজয়া দশমী। তারপর ২৮ অক্টোবর রয়েছে কোজাগরী লক্ষ্মীপুজো। অর্থাৎ, অক্টোবরে নিম্নচাপের বেগ শক্তিশালী হলে পুজোর সবকটি দিনই ছাতা নিয়ে বেরোতে হবে দর্শনার্থীদের।
বঙ্গ থেকে বর্ষার বিদায় নিতে বিলম্ব হলে, তা কখনওই বিরল ঘটনা নয় বলে জানাচ্ছেন আবহবিদরা। বর্ষার আগমনীতে যদি দেরি হয়ে থাকে, তাহলে প্রস্থানেও দেরি হওয়াটাই স্বাভাবিক। পশ্চিমবঙ্গে এর আগেও বহুবার বর্ষা বিদায় নিয়েছে একেবারে অক্টোবরের শেষ সময়ে গিয়ে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১৫ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও হতে পারে। অর্থাৎ ষষ্ঠীর দিন বোধনেও সঙ্গী হতে পারে বৃষ্টির দাপট।