Calendar: নতুন বছর ক্যালেন্ডার রাখার আগে এই ১০ কথা মাথায় রাখুন, আপনার উন্নতি আটতে পারবে না কেউ

ক্যালেন্ডার রাখার আগে এই ১০টি নিয়মের কথা মাথায় রাখুন। তাহলে জীবনে নেতিবাচক শক্তির প্রভাব পড়বে না কোনও দিনও।

 

Saborni Mitra | Published : Nov 5, 2023 6:20 PM IST

নতুন বছর শুরু হতে আর মাত্র কয়েকটি দিন বাকি। ক্যালেন্ডার আমাদের দৈন্দদিন জীবনের একটি অঙ্গ। কিন্তু ক্যালেন্ডার রাখা বা দেওয়ালের ঝোলানোর ওপর অনেকটা নির্ভর করে আমাদের জীবনের শুভ আর অশুভ। সঠিকভাবে ক্যালেন্ডার না রাখলে জীবনে নেতিবাচক শক্তির প্রভাব বাড়ে দুর্বিসহ হয়ে পড়ে জীবন। রইল ক্যালেন্ডার রাখার সঠিক টিপস।

১. বাড়ি বা অফিসের উত্তর দিকের দেওয়ালে ক্যালেন্ডার রাখুন। যদি টেবল ক্যালেন্ডার হয় তাহলে আপনি যাতে বেশিরভাব সময় উত্তর দিকে মুখ করে দেখতে পান সেই ব্যবস্থা করুন। উত্তর দিকে ক্যালেন্ডার রাখলে ইতিবাচক প্রভাব বাড়ে।

Latest Videos

২. ক্যালেন্ডার ফুল বা প্রাকৃতিক দৃশ্যের ছবি রাখুন। পাহাড়, ঝরনা, জঙ্গলের ছবিও রাখতে পারেন। এই জাতীয় ক্যালেন্ডার মন প্রফুল্ল রাখে মানসিক শান্তি দেয়। কাজে উদ্যোম বাড়ায়।

৩. পুরনো ক্যালেন্ডার অবশ্যই বিদায় করুন। বাড়িতে পুরনো ক্যালেন্ডার রাখলে জীবনে নেতিবাচক শক্তির প্রভাব বাড়ে। একটা ক্যালেন্ডারের ওপর আরও একটা ক্যালেন্ডার লাগাবেন না।

৪. ছেঁড়া ক্যালেন্ডার কখনই রাখবেন না। ছেঁড়া বা ফাটা ক্যালেন্ডার দেখলেই মনের ওপর চাপ তৈরি হয়। যা আপনার মানসিক শান্তি বিঘ্ন করে।

৫. ক্যালেন্ডার যুদ্ধ, মরুভূমি, আগ্নেয়গিরির ছবি না রাখাই শ্রেয়। এতে পরিবারের ওপর নেতিবাচক শক্তির প্রভাব পড়ে।

৬. নববিবাহিতরা শোয়ার ঘরের ক্যালেন্ডারে গোলাপ ফুলের ছবি রাখতে পারেন। চাইলে প্রেমের দৃশ্যের ছবিও রাখতে পারেন।

৭. বাড়ি বা অফিসে কালো রঙের ক্যালেন্ডার না রাখাই শ্রেয়। এতে নেতিবাচক শক্তির প্রভাব পড়ে। সাদা রঙের ক্যালেন্ডার ইতিবাচক শক্তি দেয়।

৮. ক্যালেন্ডার ধ্যান বা ধূপ প্রদীপের ছবি রাখতে পারেন। তাহলে মন প্রসন্ন থাকে। শোয়ার ঘরের ক্যালেন্ডারে কখনই ঠাকুরের ছবি রাখবেন না। তাতে দাম্পত্যে দূরত্ব তৈরি হয়।

৯. দেব-দেবীর ছবি দেওয়া ক্যালেন্ডার পুরনো হয়ে গেলে বাতিল করুন। কিন্তু ডাস্টবিনে ফেলে দেবেন না। সেটি জলে ভাসিয়ে দিন।

১০. দরজায় কখনই ক্যালেন্ডার লাগাবেন না। বাস্তু মতে যে কোনও দরজায় ক্যালেন্ডার রাখলে আয়ু কমে যায়।

Share this article
click me!

Latest Videos

৫০০০ টাকা ধার শোধ করতে না পারায় যা ঘটল! দুপক্ষই থানার দ্বারস্থ | Berhampore News Today | Bangla News
সিঙ্গুরের রাস্তায় জগদ্ধাত্রী শোভাযাত্রায় পা মেলালেন সাংসদ রচনা ব্যানার্জী! | Jagadhatri Puja 2024
তৃণমূল সরকারের সবচেয়ে বড় দুর্নীতি ধরে ফেলল বিজেপি, দেখুন কী বললেন জগন্নাথ চট্টোপাধ্যায়
Live: আবাস যোজনার বাড়ি নিয়ে তৃণমূলকে তুলোধোনা বিজেপির, দেখুন সরাসরি
Virat Kohli: ৫০ ফুটের বিরাট! কোহলির ৩৬ তম জন্মদিন পালনে সাঁতরাগাছিতে মহোৎসব! | Howrah News Today