786: শুধু মুসলিম ধর্মের সঙ্গে যুক্ত এমনটা নয়, হিন্দু ধর্মের সঙ্গেও যুক্ত ৭৮৬ সংখ্যাটি

একটি নম্বর সকলেই খুব চেনা - ৭৮৬ এটি নিয়ে আজ আলোচনা করব। এই নম্বরটিকে কেন্দ্র করে অনেক রহস্য রয়েছে। মুসলিম ধর্মে এই নম্বরটিকে খুব শুভ বলে মনে করা হয়। কিন্তু এই নম্বরটি হিন্দু ধর্মের সঙ্গেও জড়িয়ে রয়েছে।

 

বিভিন্ন ধর্মে বিভিন্ন সংখ্যাকে শুভ বিভিন্ন সংখ্যাকে অশুভ বলে মনে করা হয়। শুধুমাত্র ধর্ম নয়। অনেক মানুষ রয়েছেন যারা একটি নম্বরকে নিজেদের জন্য শুভ বা অশুভ বলে মনে করেন। যাইহোক একটি নম্বর সকলেই খুব চেনা - ৭৮৬ এটি নিয়ে আজ আলোচনা করব। এই নম্বরটিকে কেন্দ্র করে অনেক রহস্য রয়েছে। মুসলিম ধর্মে এই নম্বরটিকে খুব শুভ বলে মনে করা হয়। কিন্তু এই নম্বরটি হিন্দু ধর্মের সঙ্গেও জড়িয়ে রয়েছে। এই নম্বরটির মাহাত্য অনেক।

মুসলিম ধর্মে ৭৮৬ সংখ্যাটির গুরুত্ব

Latest Videos

মুসলিম ধর্মে বিশ্বাসীরা মনে করেন এই সংখ্যাটি আল্লাহর সঙ্গে যুক্ত। কোরানে বিসমিল্লাহ অল রহমান অল রহিম থেকে এই সংখ্যার উৎপত্তি। গোটা বাক্যটিকেই এই সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয়। আরবি অক্ষর দুটি পদ্ধতিতে লেখা হয়। প্রথমটি আলিফ- আলিফকে সর্বদাই প্রথম অক্ষর হিসেবে লেখা হয়। ইসলাম ধর্মে গণনা করার দ্বিতীয় পদ্ধতি হল আবজাদ। এর মাধ্যমে ১ থেকে ১০০০০ পর্যন্ত প্রচিটি অক্ষরেপ সংখ্যা ভিত্তিক মান দেওয়া থাবে। আরবি বা উর্দুতে এই সংখ্যাটি লিখলে তার যোগফল দাঁড়ায় ৭৮৬। সেই কারণেই ইসলাম ধর্মে এই সংখ্যাটিকে পবিত্র বলে মনে করা হয়। ইসলান ধর্মে বিশ্বাসীদের অনেকেই মনে করেন আল্লাহর নাম কাজগে লেখা ঠিক নয় তারা সেই সময়ই এই সংখ্যাটি লেখেন। এছাড়াও যেকোনও শুভ কাজে এই সংখ্যাটি ব্যবহার করা হয়।

হিন্দু ধর্মে ৭৮৬ নম্বরটি শুভ

হিন্দু ধর্মের সঙ্গেও এই সংখ্যাটির বিশেষ যোগ রয়েছে। জ্যোতিষ অনুযায়ী ৭৮৬ যোগ করলে ২১ হয় যোগফল। আবার ২১ এর যোগফল হল ৩। আর তিন যে কোনও ধর্মের জন্যই শুভ। কারণ হিন্দুরা যখন ঠাকুরের নাম নেয় তখন কমপক্ষে তিনবার নাম করে প্রনাম করেন। মনে করা হয় তিন সংখ্যাটি যেকোনও ব্যক্তির জীবনে কারক হয়ে দাঁড়ায়। হিন্দু ঘর্মে ত্রিলোকের উল্লেখ পাওয়া যায়। সেখানেও রয়েছে তিনটি সংখ্যা। হিন্দু ধর্মে ৭ হল স্বর্গলোক। ৮ হল মর্তলোক। আর ৬ হল পাতাললোক।

সৌভাগ্যের প্রতীকঃ

এই সংখ্যাটি সঠিকভাবে ব্যবহার করলে ভাগ্য ফিরে যায় বলে অনেকেই মনে করেন। অনেকেই বাড়ি বা গাড়িতে এই নম্বরটি লেখেন। এই লম্বর লেখা টাকা অনেকেই খচর না করে নিজের কাছে রেখে দেন। মনে করা হয় এই সংখ্যাটি মানুষকে ভাগ্য ফেরাতে সাহায্য করে।

Share this article
click me!

Latest Videos

‘গা-জোয়ারি করে Yunus পার পাবে না’ বিস্ফোরক Nawsad Siddique! #shorts #shortsvideo #shortsviral
PM Modi Live : অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী মোদীর, সরাসরি
‘Mamata Banerjee বারংবার BSF-কে আক্রমণ করে যাচ্ছেন’ মমতাকে তোপ Samik Bhattacharya-র
‘Bangladesh সরকার সবসময় চাইছে যুদ্ধ লাগুক’ Yunus সরকারকে একহাত নিলেন Nawsad Siddique
সধবাকে বিধবা বানিয়ে ভাতা! জানাজানি হতেই পালাল তৃণমূল নেতা, চাঞ্চল্য শান্তিপুরে | Shantipur | Nadia