Astrology Tips:বৃহস্পতিবারের পাঁচটি টোকটা, মেনে চললে কোনও দিনও অর্থের অভাব হবে না

Published : Apr 04, 2024, 05:48 PM IST
lakshmi puja

সংক্ষিপ্ত

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সৌভাগ্য লাভের জন্য বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই দিন কতগুলি প্রতিকারের কথা বলা হয়ে থাকে- যা আপনাকে স্বস্তি দিতে পারে। 

হিন্দু ধর্ম অনুযায়ী বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ। এটি দেবগুরু বৃহস্পতির দিন। মা লক্ষ্মী এই দিন জাগ্রত থাকেবন। প্রাচীন ধারনা অনুযায়ী এই দিনটি মা লক্ষীম ও নারায়ণের পুজো করলে শুভ ফল পাওয়া যায়। অনেকেরই সময় খারাপ যায়। মানুষের জীবনে উত্থান আর পতন থাকে। যাদের সময় খারাপ যাচ্ছে বৃহস্পতিবার এই পাঁচটি কাজ করতে পারেন। তাহলে ভাগ্যের দ্রু পরিবর্তন ঘটতে পারে।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সৌভাগ্য লাভের জন্য বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই দিন কতগুলি প্রতিকারের কথা বলা হয়ে থাকে- যা আপনাকে স্বস্তি দিতে পারে।

বৃহস্পতিবার শিব মন্দিরে গিয়ে মহাদেবের পুজো করুন। পুজোর সময় শিবঠাকুরকে একটি গোটা নারকেল অর্পণ করুন। তারপরই দেবতার কাছে সম্পদ, সমৃদ্ধি আর প্রতিপত্তি লাভের জন্য প্রার্থনা করুন।

বৃহস্পতিবার তুলসী পাতা , হলুদ ফুল দিয়ে মা লক্ষ্মী আর নারায়ণের পুজো করুন। পুজোয় দেওয়া তুলসীর ডাল আর ফুল ফেলবেন না। যত্ন করে আলমারিতে রাখুন। তাহলে মা লক্ষ্মী আপরান ঘরে বাস করবেন।

বৃহস্পতিবার যদি পূর্ণিমা পড়ে তাহলে সত্যনারায়ণ পুজো করুন। পুজোতে অবশ্যই সুপারি অর্পণ করুন। সেই সুপারি রেখেদিন আলমারিতে। তাহলে আর্থাভাব কেটে যাবে।

জ্যোতিষমতে আপনার আলমালির লকারে একটি লাল রঙের কাপড় রাখুন। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বৃহস্পতিবার সেই লাল কাপড়ের ওপর ঘট পেতে পুজো করুন। তারপর সেটি আবারও আলমারির লকারে রেখে দিন। এটি জীবনে অর্থের প্রবাহ বজায় থাকবে।

বৃহস্পতিবার বিয়ের বাধা দূর করার জন্য মা লক্ষ্মীর নামে অবশ্যই উপবাস রাখতে পারেন। তাতে বিয়ের বাধা দূর হয়ে যায়।

PREV
click me!

Recommended Stories

Durga Puja 2025: সঙ্ঘাতির 'দ্বৈত দুর্গা' থিমে বাংলার দুর্গা এবং শেরাওয়ালি মাতা, বিষয়টা ঠিক কী?
Durga Puja 2025: দুর্গাপুজোয় চাঙ্গা রাজ্যের অর্থনীতি? ১০-১৫% বৃদ্ধির সম্ভাবনা, আনুমানিক ৪৬,০০০-৫০,০০০ কোটি টাকা