মঙ্গলবার এই কাজগুলি করুন , তাহলে বজরংবলীর আশীর্বাদে ধন্য হবে আপনার জীবন

মঙ্গলবার হনুমানের আশীর্বাদ পেতে হলে কতদগুলি কাজ করতে হবে। আবার কতগুলি কাজ করবেন না। রইল তার তালিকা।

 

মঙ্গলবার দিন মঙ্গল গ্রহকে উৎসর্গ করা হয়। এই দিনে বজরংবলীর পুজো করা হয়। মঙ্গলবার ভগবান হমুমানের আশীর্বাদ পাওয়ার জন্য কতগুলি কাজ রয়েছে যা অবশ্যই পালন করা উচিৎ। হনুমানের আশীর্বাদ পাওয়ার অর্থ হল একই সঙ্গে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া। কারণ রাম হলেন বিষ্ণুর এক অবতার। আর হনুমান শ্রীরামের পরম ভক্ত। তবে হনুমানের আশীর্বাদ পাওয়ার জন্য যেমন কতগুলি করা করতে হয় তেমনই কতগুলি কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন।

মঙ্গলবারে কী কী করবেন নাঃ

Latest Videos

মঙ্গলবারে ভুলেই কাঁচা নুন খাবেন না। তাতে প্রতিটি কাজে বাধার সৃষ্টি হয়। এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

মঙ্গলবারে যদি পশ্চিম আর উত্তর দিকে গন্তব্য হয় তাহলে অবশ্যই যাওয়ার আগে গুড় খেয়ে নেবেন ।

মঙ্গলবার মাছ মাংস ডিম খাওয়া উচিৎ নয়, তাহলে হনুমানের আশীর্বাদ থেকে বঞ্চিত হয়ে হয়।

মঙ্গলবার কাউকে ধার দেবেন না। তাহলে তা ফেরত পাওয়ার সম্ভাবনা কম।

মঙ্গলবার কারও ওপর রেগে যাবেন না। তাহলে ভগবান ক্ষুব্ধ হন।

মঙ্গলবার লোহার জিনিস কেনা অশুভ বলে বিবেচিত হয়। স্টিল ও ধারালো

বিবাহিত মহিলারা এই দিন সিঁদুর পরবেন না।

মঙ্গলবার এই কাজগুলি করুন-

মঙ্গলবার দিনের যেকোনও সময় একবার হনুমান চালিশা পাছ করুন।

হনুমান বা বজরংবলীর নাম করে যে কোনও গরীব মানুষকে খাবার দান করতে পারেন

এই দিন লাল রঙের কিছু বা সিঁদুর দান করা শুভ বলে মনে করা হয়।

এই দিন একবার রাম নাম করতে পারেন। তাহলে ভগবান শ্রীরামের আশীর্বাদ পাবেন।

 

মঙ্গলবারের পুজো

মনে রাখবেন এই দিন উপবাস করা খুবই ভাল। আপনি যদি উপবাস করেন তাহলে কমপক্ষে ২১টি মঙ্গলবার টানা ব্রত করা উচিৎ। সকালে স্থান সেরে পরিচ্ছন্ন হয় নিন। কাচা কাপড় পরে ঠাকুর করে যান। তারপর পুজোর ঘরে হনুমানজির মূর্তির সামনে

ঘিরের প্রদীপ জ্বালুন। হনুমানজিকে লাল ফুলের মালা অর্পণ করুন। সিঁদুর অর্পণ করুন। গরমকালে বজরংবলীকে অবশ্যই একটি জুঁই ফুলের মালা দিন। হনুমান পুজোর সময় ঘরে জুঁইয়ের তেল রাখতে পারেন। তাতে ভগবান তুষ্ঠ হন। পুজো শেষে হনিমান চালিশা পাঠ করুন। বজরংবলীকে অবশ্যই লাড্ডু ভোগ দেবেন। লাল পোশাকে হনুমান পুজো করা শুভ বলেও মনে করা হয়।

 

 

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News