চাকা লাগান ট্রলিতে করে বড়মা-র বিসর্জন, নৈহাটিতে লক্ষ লক্ষ মানুষের সমাগম
নৈহাটিতে কালীপুজোর উৎসব শেষ হল বড় মা-এর প্রতিমা নিরঞ্জনেক মধ্যে দিয়ে। প্রতিমা নিরঞ্জন দেখতে গঙ্গার ঘাটে ছিল লক্ষ লক্ষ মানুষের ভিড়।
Saborni Mitra | Published : Nov 16, 2023 5:53 PM IST
বড় মা-এর বিদায়
নৈহাটির জাগ্রত বড় মার বিসর্দজন। অপেক্ষা আরও এক বছর। বৃহস্পতিবার নিরঞ্জন করা হয় বিশাল বড় মা-এর প্রতিমা।
গঙ্গাঘাটে প্রবল ভিড়
বড় মায়ের পুজো দেখতে যেমন প্রচুর মানুষ ভিড় জমায় তেমনই নিরঞ্জনের দিনও প্রচুর মানুষের সমাগম হয়েছিল নৈহাটিতে। সেখানে জড়ো হয়েছিল প্রায় লক্ষ লক্ষ মানুষ।
কড়া নিরাপত্তায় বিসর্জন
কড়া নিরাপত্তায় নৈহাটির অরবিন্দ রো়ডের গঙ্গার ঘাটে মা কালীকে নিরঞ্জন করা হয়। বিশাল মূর্তি। আর সেই কারণে দঁড়ি দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়। এই কাজের দায় নেয় মন্দিরের সেবাইতরা।
১০০ বছরে পুজো
বড় মা-এর পুজো চলতি বছর ১০০ বছরে পা দিল। সেই কারণে এবার বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে।
১০০ কেজির সোনার গয়না
শতবর্ষ উপলক্ষ্যে এবার বড় মায়ের বিশেষ মন্দির কৈরি করা হয়েছে। দেবী পরান হয়েছিল ১০০ কেজির সোনার গয়না।
বিসর্জনের উপায়
বিশাল বড় মূর্তির কারণে চাকা লাগানো ট্রলি করে বড়মা-কে নিয়ে যাওয়া হয় বিসর্জন ঘাটে। সেখানে অগণিত ভক্তদের উপস্থিতিতে এ বছরের মত বিসর্জন দেওয়া হয় বড়মাকে।
বড় মায়ের বড় মূর্তি
স্থানীয়দের কথায় বড়মা জাগ্রত। মনের ইচ্ছে পুরণ করেন। মা কালীর বিশাল রূপের দর্শনে এখানে প্রত্যেক বছর প্রচুর দর্শনার্থী আসে। নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তীর হাতে ধরে এই পুজো শুরু হয়েছিল। ৫২ ফুটের মূর্তিতেই মায়ের পুজো হয়।