ভাই-বোনের সম্পর্ক থাকুক অটুট ও অমর, ভাইফোঁটার দিন জানান শুভেচ্ছা, রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ

Published : Nov 15, 2023, 07:30 AM IST

ভ্রাতৃ দ্বিতীয়ার শুভ তিথিতে বোনেরা ভাইয়ের কপালে ঘি-চন্দন-কাজলের ফোঁটা দিয়ে তাঁর দীর্ঘায়ু ও সুখ, সাফল্য, সমৃদ্ধি কামনা করে। ভাইফোঁটার শুভ দিন জানান শুভেচ্ছা, রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ। 

PREV
110

বছর ঘুরে আবার এলো সুখের দিন,

তোর চন্দন ফোঁটা করলো আমার জীবন রঙিন।

জানাই ভাইফোঁটার শুভেচ্ছা ও ভালোবাসা।

210

বন্ধন হোক মানবিকতার, অটুট থাকুক ঐক্য। শুভ ভ্রাতৃ দ্বিতীয়া।

310

যতই ঝগড়া হোক, ভাই-বোনের সম্পর্ক থাকুক অটুট। শুভ ভ্রাতৃ দ্বিতীয়া।

410

এই ভ্রাতৃ দ্বিতীয়ার পবিত্র দিনে সুখে থাকুক সবাই। শুভ ভ্রাতৃ দ্বিতীয়া।

510

এই বন্ধন হয়ে থাক সদা চিরন্তন। ভ্রাতৃ দ্বিতীয়ার শুভেচ্ছা সকলকে।

610

করি প্রাণ খুলে দীর্ঘায়ু কামনা আজকের দিনে,

ভাই তুই চির সুখী থাকিস, এই বিশ্বভুবনে।

শুভ ভাইফোঁটা।

710

ভাই-বোনের সম্পর্ক হয়ে উঠুক অটুট ও অমর। শুভ ভ্রাতৃ দ্বিতীয়া।

810

আমার মিষ্টি বোনকে জানাই ভ্রাতৃ দ্বিতীয়ার শুভেচ্ছা ও ভালোবাসা।

910

আমার জীবনের সবচেয়ে মূল্যবান রত্ন তুমি।

এই ভ্রাতৃ দ্বিতীয়ায় জানাই শুভেচ্ছা।

1010

শুভ ভাইফোঁটা

আমার ছোট বোনকে...

ঈশ্বর যেন সর্বদা

সুখী রাখেন...

click me!

Recommended Stories