কিছু বাড়িতে সবসময় ঝগড়া লেগেই থাকে। কিন্তু এই ধরণের বাড়িতে লক্ষ্মী দেবী কখনও থাকেন না বলে মনে করেন আচার্য চাণক্য। পরিবারের সদস্যরা যদি সবসময় নিজেদের মধ্যে ঝগড়া করেন, অকারণে একে অপরকে খোঁটা দেন, তিরস্কার করেন, তাহলে সেই বাড়িতে টাকা থাকে না। এই ধরণের বাড়িতে সবসময় দারিদ্র্য, দুঃখ থাকে। তারা সারাজীবন গরীব থাকতে বাধ্য হয়।