যদিও, এখনও পর্যন্ত মৌসম ভবনের তরফ থেকে এবিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। তবে, একাধিক আবহাওয়া সংক্রান্ত গবেষণায় এই ঘূর্ণিঝড়ের আগমনী বার্তা ধরা পড়েছে। উত্তর অন্ধ্র প্রদেশ এবং ওড়িশার দক্ষিণ উপকূলে সাইক্লোন ‘তেজ’ সবথেকে বেশি তাণ্ডব চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে, বিহার এবং পশ্চিমবঙ্গেও ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।