Cyclone Tej Update: দুর্গাপুজোয় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা! চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘তেজ’

বাংলার বুকে প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়তে পারে এই ভয়াবহ ঘূর্ণিঝড়। ‘তেজ’-এর তেজী দাপটে বাঙালির প্রিয় দুর্গাপুজো মাটি হওয়ার উপক্রম! 

 

Sahely Sen | Published : Sep 23, 2023 10:26 AM IST
15

‘এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে…’ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আনন্দের রেশকে বুড়ো আঙুল দেখিয়ে যুগে যুগে বদলে যাচ্ছে প্রকৃতি। একবিংশ শতাব্দীতে বাঙালির প্রিয় শারদোৎসবে ‘হিমের পরশ’ তো দূরের কথা, সেই রৌদ্রোজ্জ্বল সুন্দর দিনের দেখা পাওয়াও ধীরে ধীরে দুর্লভ হয়ে পড়ছে। বাংলায় বর্ষাকাল প্রবেশ করছে দেরিতে এবং প্রবল দুর্যোগ একটানা অব্যাহত থাকছে দুর্গাপুজো পর্যন্ত। সেই খারাপ বার্তাই আবার ২০২৩ সালে শোনালো আবহাওয়া দফতর।

25

আবহাওয়ার খবর অনুযায়ী, অক্টোবর মাসের শুরুতেই বাংলার বুকে প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়তে পারে ভয়াবহ ঘূর্ণিঝড় ‘তেজ’ (Cyclone Tej)। ‘তেজ’-এর তেজী দাপটে বাঙালির প্রিয় দুর্গাপুজো মাটি হওয়ার উপক্রম!

35

আবহাওয়া গবেষণা সংস্থার রিপোর্ট অনুযায়ী, আগামী ২৮ সেপ্টেম্বর পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হবে। যা ক্রমশ ঘূর্ণিঝড়ের রূপ নেবে অক্টোবরের প্রথম সপ্তাহে। অক্টোবর মাসে এই ঘূর্ণিঝড় তাণ্ডব চালাতে পারে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে। শরতের উৎসবের মরশুম ভারী দুর্যোগে হতে পারে টালমাটাল।

45

পূর্ব ভারতের দিকে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় তেজ (Tej Cyclone)। ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবরের মধ্যে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত প্রভাব ফেলতে পারে গোটা পূর্ব ভারত জুড়ে। সাইক্লোনের তাণ্ডবে দুর্গাপুজো বা দশহরা-র পরিস্থিতি তাহলে কী হবে, তা নিয়েই আশঙ্কায় বহু রাজ্য।

55

যদিও, এখনও পর্যন্ত মৌসম ভবনের তরফ থেকে এবিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। তবে, একাধিক আবহাওয়া সংক্রান্ত গবেষণায় এই ঘূর্ণিঝড়ের আগমনী বার্তা ধরা পড়েছে। উত্তর অন্ধ্র প্রদেশ এবং ওড়িশার দক্ষিণ উপকূলে সাইক্লোন ‘তেজ’ সবথেকে বেশি তাণ্ডব চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে, বিহার এবং পশ্চিমবঙ্গেও ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos