কালীপুজোর উপবাস করার আগে এই নিয়ম জানেন তো? এ ছাড়া অসম্পূর্ণ থাকতে পারে আপনার পুজো

Published : Oct 31, 2024, 10:16 AM ISTUpdated : Dec 07, 2024, 11:18 AM IST
Kali Puja 2023

সংক্ষিপ্ত

কালীপুজোর উপবাস করার আগে এই নিয়ম জানেন তো? এ ছাড়া অসুম্পূর্ণ থাকতে পারে আপনার পুজো

কালীপুজোর দিনে উপবাস করেন অনেকেই। সারাদিন নির্জলা উপবাসেরও পরিকল্পনা রয়েছে অনেকের। তবে কালীপুজোর উপবাসের অবশ্যই কিছু নিয়ম নীতি রয়েছে।

অমাবস্যায় হয় কালীপুজো তাই এই দিনে বিশেষ কিছু নিয়ম মেনে চলতেই হবে। উপোস যথাযথ ভাবে না করলে সুফল মেলা যায় না। বলা হয় শাস্ত্র ও নিয়ম মেনে উপোস করলে মাঙ্গলিক দোষও কেটে যায়।

যারা কালীপুজোর উপোস করবেন তাঁদের অবশ্যই পরিষ্কার জামা কাপড় পরতে হবে। কালীপুজোর সময় লাল, সবুজ বা নীল রঙের পোশাক পরতে পারেন। যে ব্যক্তি মায়ের জন্য উপোস করবেন তাঁদের ইষ্টদেবকে স্মরণ করে মা কালীর জপ করতে হবে।

উপোস করার সময় দেবীর বৈদিক মন্ত্র জপ করতে হবে। সারাদিন উপবাস করার সময় ঘুমিয়ে পড়া চলবে না। এমনই জানিয়েছেন শাস্ত্র বিশেষজ্ঞ মনোজিৎ মণ্ডল। এদিন নিজেকে কাজ-কর্মের মধ্যে ব্যস্ত রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

এদিন মিথ্যে কথা বলা একেবারেই চলবে না। কোনও নেশা দ্রব্য নেওয়া চলবে না। যারা সারাদিন উপোস রাখতে পারছেন না তারা জল ও ফল খেতে পারেন।

উপোস করলে বাড়িতে একটু ধূনো দেওয়া উচিত। গরিবদের দান করার জন্য এই দিন শ্রেষ্ঠ দিন। তবে উপবাসের ২ দিন আগে থেকে নিরামিষ খেতে হবে। কালীপুজোর দিন মহাদেবের আরাধনা করতে পারেন। যারা মাঙ্গলিক দোষ কাটাতে উপবাস করেন তারা উপোস ভাঙার আগে ব্রাহ্মণ ভোজন করাতেই পারেন। এই সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা যেতে পারে এতে সংসারের মঙ্গল হয়।

অনেকেই মাঙ্গলিক দোষের জন্য উপবাস করেন তারা উপবাস ভাঙার আগে ব্রাহ্মণ ভোজন করাতেই পারেন। এই সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা যেতে পারে। এতে সংসারে মঙ্গল হয়।

PREV
click me!

Recommended Stories

Durga Puja 2025: সঙ্ঘাতির 'দ্বৈত দুর্গা' থিমে বাংলার দুর্গা এবং শেরাওয়ালি মাতা, বিষয়টা ঠিক কী?
Durga Puja 2025: দুর্গাপুজোয় চাঙ্গা রাজ্যের অর্থনীতি? ১০-১৫% বৃদ্ধির সম্ভাবনা, আনুমানিক ৪৬,০০০-৫০,০০০ কোটি টাকা