ধনতেরাসে এই জিনিস ভুলেও ঘরে আনবেন না! চিরকালের মতো রুষ্ট হয়ে ঘর ছাড়বেন মা লক্ষ্মী
২৯ অক্টোবর ধনতেরাস। এই শুভ দিনে সবাই ঘরের অর্থাভাব ঘোচাতে সোনাদানা গ্রহরত্ন কেনেন।
তবে জানেন কী ভুলবশত এমন কিছু কিনে ফেলা হয় যা গৃহস্থের চরম অমঙ্গল ডেকে আনে।
আসুন জেনে নেওয়া যাক কোন কোন জিনিস ধনতেরাসের দিন কেনা একেবারেই শুভ নয়-
ধনতেরাসের দিন একেবারেই কাচের জিনিস কিনতে নেই। কারণ কাচের সঙ্গে রাহুর সম্পর্ক রয়েছে। তাই এই দিন কাচ কিনলে রাহুকে ডেকে আনা হয়।
ধনতেরাসের দিন তেল কেনা একেবারেই যাবে না। এতে দেবী ভীষণ রুষ্ট হন। প্রদীপ জ্বালালে তা ঘিয়ের জ্বালাতে পারেন। বা তেল আগে তেকে কিনে রাখতে পারেন।
এই দিন লোহার জিনিস কখনও দিনবেন না। এই দিনে ঘরে লোহার জিনিস আনলে কুবের দেবতা অত্যন্ত রুষ্ট হন।
এই দিন স্টিলের বাসনও একেবারে কেনা চলবে না। স্টিলের জিনিস কেনা এই দিনে শুভ নয়। বাসন কিনলে তামা বা ব্রোঞ্জের কিনতে হয়।