শিব ঠাকুরের স্বপ্ন দেখলে কী হয় জানেন? ভাল ফল পেতে অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলি

Published : Jul 23, 2023, 08:33 PM IST
Dream Interpretation What to do and what not to do if you dream of Shivalinga bsm

সংক্ষিপ্ত

স্বপ্নে শিবলিঙ্গ বা ভগবানের মূর্তি দেখলে তার অর্থ হল কাজে সাফল্য পাওয়া। শিবলিঙ্গ বা ভগবান শিবের স্বপ্ন দেখলে শত্রুর বিরুদ্ধে জয়লাভ করতে চলেছেন। 

স্বপ্ন ঘুমের মধ্য আমরা অবচেতন মনে যা কিছু দেখি সেটাই হল স্বপ্ন। অনেক সময় স্বপ্ন মনে থাকে অনেক সময় আবার স্বপ্ন মনে থাকে না। কিন্তু স্বপ্নের অনেক মানে রয়েছে। অনেক বিশেষজ্ঞ জ্য়োতিষবীদ বলে থাকেন যে রাতে যে স্বপ্ন দেখা হয় তা যদি ঘুম থেকে উঠে মনে না থাকে তাহলে সেই স্বপ্নের কোনও মানে হয় না। অনেকে আবার মনে করেন ছোট ও বড় স্বপ্নের মধ্যে ফারাক রয়েছে।

যাইহোক জ্যোতিষবীদদের মতে মধ্যরাতের স্বপ্ন সাত থেকে আট মাসের মধ্যেই সফল হয়। সূর্যোদয়ের আগে দেখা স্বপ্ন তিন থেকে ছয় মাসের মধ্যে সফল হয়। সূর্যোদয়ের সময় দেখা স্বপ্ন কিন্তু খুব দ্রুত সফল হয়। সকালে দেখা স্বপ্ন খুব ভাল ফল দেয়। কিন্তু তারও আবার শর্ত রয়েছে। যদি স্বপ্ন দেখা যায় এবং মনের মধ্যে স্বপ্নের বিরুদ্ধে চিন্তার উদয় হয়, তবে স্বপ্নও ফল দেওয়া বন্ধ করে দেয়।

শিবলিঙ্গের স্বপ্ন দেখার ফল-

স্বপ্নে শিবলিঙ্গ বা ভগবানের মূর্তি দেখলে তার অর্থ হল কাজে সাফল্য পাওয়া। শিবলিঙ্গ বা ভগবান শিবের স্বপ্ন দেখলে শত্রুর বিরুদ্ধে জয়লাভ করতে চলেছেন। কারণ পুরনো জিনিস যা আপনি দীর্ঘদিন ধরে চাইছেন তাই পেয়ে যাবেন। তবে শিবলিঙ্গ বা ভগবান শিবের স্বপ্ন দেখলে জীবনের অনেক ইচ্ছে পুরণ হয়। কিন্তু এই স্বপ্ন যদি ভোরবেলা দেখা হয় তা আপনার জীবনে শুভইঙ্গিত বয়ে আনে। আবার যদি মাঝরাতে স্বপ্ন দেখেন তাহলে আপনার দীর্ঘ দিনের লড়াই সফল হওয়ার ইঙ্গিত বা দীর্ঘ দিনের চাহিদা পুরণের ইঙ্গিত দেয়। আর এই স্বপ্ন যদি মাঝ রাতে দেখেন তাহলে বুঝতে হবে জীবনে ভাল কিছু হচ্ছে।

তবে শিবের স্বপ্ন দেখে যদি তার ফল পেতে চান তাহলে কতগুলি নিয়ম অবশ্যই আপনাকে মানতে হবে। প্রথমেই বলে রাখি শিবের স্বপ্ন দেখলে সেই স্বপ্নের কথা কাউকে বলবেন না। যদি একান্তই কাউকে বলতে চান তাহলে আপনার মাকে বলুন। তাহলে সেই স্বপ্ন পুরণ হবে। শিবের স্বপ্ন দেখলে ঘুম ভেঙে গেলে অবশ্যই এবার শিব ঠাকুরকে প্রমাণ করুন। চাইলে শিবের মন্ত্রও পাঠ করতে পারেন। শিবের স্বপ্ন দেখার পর যদি মনের ইচ্ছে পুরণ হয় তাহলে অবশ্যই শিবের পুজো করুন একবার। শিব কিন্তু অল্পতেই তুষ্ট হন। দুধ আর গঙ্গাজল দিয়ে পুজো করতে পারেন।

PREV
click me!

Recommended Stories

Durga Puja 2025: সঙ্ঘাতির 'দ্বৈত দুর্গা' থিমে বাংলার দুর্গা এবং শেরাওয়ালি মাতা, বিষয়টা ঠিক কী?
Durga Puja 2025: দুর্গাপুজোয় চাঙ্গা রাজ্যের অর্থনীতি? ১০-১৫% বৃদ্ধির সম্ভাবনা, আনুমানিক ৪৬,০০০-৫০,০০০ কোটি টাকা