পুজোর শেষ বেলায় পরিবার ও বন্ধুদের জানান দশমীর শুভেচ্ছা, রইল এমনই কিছু দশমীর সেরা শুভেচ্ছা বার্তার হদিশ
আগামীকাল দশমী, পুজো শেষের শুরু এই দিনে সকলের মন খারাপ হয়ে যায়। মা দুর্গার বিদায় বেলার সময় এসে গিয়েছে, তাই দেবীর বিদায় বেলায় আপনার পরিবারে ও বন্ধু-বান্ধব সকলকে জানান শুভেচ্ছা। রইল মহাদশমীর এমনই কয়েকটি শুভেচ্ছা বার্তার হদিশ। দেখে নিন এক ঝলকে।
Deblina Dey | Published : Oct 23, 2023 6:16 PM / Updated: Oct 23 2023, 06:47 PM IST
আশা করি তোমার সব স্বপ্ন পূরণ হোক এবং ভবিষ্যৎ উজ্জ্বল হোক। আজ মায়ের বিদায়ের শেষ বেলায় মিষ্টি মুখে তোমায় এবং তোমার পরিবারের সকলের জন্য আমার তরফ থেকে রইল দশমীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন।
আশা করি মায়ের আশীর্বাদ আপনাকে সঠিক পথে চলতে এবং সব স্বপ্ন সফল হতে সহায়তা করবে। মায়ের কৈলাসে ফিরে যাওয়ার দিনে আপনাকে এবং আপনার পরিবারের জন্য রইল শুভ দশমীর অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রার্থনা করব আগামী দিনগুলি ভালো কাটুক।
আপনাকে দশমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই শুভ দিনটি আপনার জীবনে আনন্দ এবং সমৃদ্ধি বয়ে আনুক ।
শুভ দশমীর শুভেচ্ছা । আশা করি মা দূর্গা আপনাকে আশীর্বাদ করবেন যাতে সারা বছর সুখ এবং শান্তিতে কাটে।
আজ মায়ের যাওয়ার পালা। আশা করি দূর্গা মায়ের আশীর্বাদ তোমার জীবনের সব বাধা কেটে যাবে। দশমীর প্রীতি ও শুভেচ্ছা।
আশাকরি, এই দশমীতে তোমার জীবন আলোকিত হয়ে উঠবে এবং তোমার জীবন খুশিতে ভরে উঠবে। শুভ দশমী!
উৎসবের এই শেষের বেলায়, মায়ের এবার যাওয়ার পালা। চোখের জলে বিদায় মাকে, আসছে বছর আবার হবে। শুভ দশমীর প্রীতি ও শুভেচ্ছা।
আশা করি দূর্গা মায়ের আশীর্বাদ আজ এবং সবসময় আপনার সঙ্গে থাকবে। শুভ দশমী