দুর্গাপুজা ২০২৩: নবমীর দিন পরিবার ও বন্ধুদের জানান মহানবমীর শুভেচ্ছা, রইল এমনই কিছু সেরা শুভেচ্ছা বার্তার হদিশ
আজ মহানবমী, পুজো শেষের শুরু এই দিন থেকেই। তাই শেষ মুহূর্তটুকু উপভোগ করতে সকাল থেকেই ঠাকুর দেখার ঢল নামে শহরতলীতে। তাই এই নবমীর দিনেই আপনার পরিবারে ও বন্ধু-বান্ধব সকলকে জানান শুভেচ্ছা। রইল মহানবমীর এমনই কয়েকটি শুভেচ্ছা বার্তার হদিশ। দেখে নিন এক ঝলকে।