দুর্গাপুজা ২০২৩: নবমীর দিন পরিবার ও বন্ধুদের জানান মহানবমীর শুভেচ্ছা, রইল এমনই কিছু সেরা শুভেচ্ছা বার্তার হদিশ

Published : Oct 23, 2023, 01:07 AM IST

আজ মহানবমী, পুজো শেষের শুরু এই দিন থেকেই। তাই শেষ মুহূর্তটুকু উপভোগ করতে সকাল থেকেই ঠাকুর দেখার ঢল নামে শহরতলীতে। তাই এই নবমীর দিনেই আপনার পরিবারে ও বন্ধু-বান্ধব সকলকে জানান শুভেচ্ছা। রইল মহানবমীর এমনই কয়েকটি শুভেচ্ছা বার্তার হদিশ। দেখে নিন এক ঝলকে। 

PREV
18

 “শুভ মহা নবমীতে তোমাকে এবং তোমার পরিবারের সকল সদস্যদের জানাই, প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন, খুব আনন্দের সঙ্গে এই দিনটি কাটাও। শুভ মহানবমী”

28

”মায়ের আশীর্বাদে দূর হোক, পৃথিবী থেকে সফল দুঃখ- কষ্ট, পাপ- অন্যায়, ব্যথা- বেদনা,

আর এই মহা নবমীর পুণ্য পার্বণে সকলকে জানাই, শুভ মহানবমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।”

38

“মা দুর্গার আশীর্বাদে তোমার মনের সকল আশা পূর্ণ হোক,

তুমি সুখে শান্তিতে বসবাস করো, এমন কামনা নিয়ে তোমাকে মহা নবমীর শুভেচ্ছা জানাই

শুভ নবমী”

48

“দেবী দুর্গার আশীর্বাদে তোমার জীবনে, চির সুখ শান্তি বজায় থাক। সফলতার সব রাস্তা প্রশস্ত হোক, ভাগ্যের সমস্ত দরজা খুলে যাক। শুভ মহা নবমী

58

“আনন্দমুখর এই মহানবমীর শুভ মুহূর্তে, সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা,

প্রার্থনা করি দেবী দুর্গার আশীর্বাদে, সবার জীবন আনন্দ ও সুখে ভরে উঠুক।

শুভ মহা নবমী”

68

“এই শুভ মহা নবমীর এর পবিত্র দিনে, সুখে থাকো সবাই এসো সবাই মনের দরজা খুলে,

আনন্দে উৎসবে ও ভালবাসার সঙ্গে, আজকের এই শুভ দিনটি কাটাই। শুভ মহা নবমী”

78

“আপনার ও আপনার পরিবারের সকল সদস্যদের জন্য,

রইল মহা নবমীর শুভেচ্ছা ও শুভকামনা,

তার সঙ্গে রইল অনেক অনেক শুভেচ্ছা।

শুভ মহা নবমী

88

“মা দুর্গার আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গে থাকুক, সুখ এবং সমৃদ্ধি ভরে থাকুক জীবনে।

সকল চাওয়া পাওয়া পূর্ণ হোক, শুভ মহানবমী”

Read more Photos on
click me!

Recommended Stories