দুর্গাপুজা ২০২৩: নবমীর দিন পরিবার ও বন্ধুদের জানান মহানবমীর শুভেচ্ছা, রইল এমনই কিছু সেরা শুভেচ্ছা বার্তার হদিশ
আজ মহানবমী, পুজো শেষের শুরু এই দিন থেকেই। তাই শেষ মুহূর্তটুকু উপভোগ করতে সকাল থেকেই ঠাকুর দেখার ঢল নামে শহরতলীতে। তাই এই নবমীর দিনেই আপনার পরিবারে ও বন্ধু-বান্ধব সকলকে জানান শুভেচ্ছা। রইল মহানবমীর এমনই কয়েকটি শুভেচ্ছা বার্তার হদিশ। দেখে নিন এক ঝলকে।
deblina dey | Published : Oct 22, 2023 7:37 PM IST
“শুভ মহা নবমীতে তোমাকে এবং তোমার পরিবারের সকল সদস্যদের জানাই, প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন, খুব আনন্দের সঙ্গে এই দিনটি কাটাও। শুভ মহানবমী”
”মায়ের আশীর্বাদে দূর হোক, পৃথিবী থেকে সফল দুঃখ- কষ্ট, পাপ- অন্যায়, ব্যথা- বেদনা,
আর এই মহা নবমীর পুণ্য পার্বণে সকলকে জানাই, শুভ মহানবমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।”
“মা দুর্গার আশীর্বাদে তোমার মনের সকল আশা পূর্ণ হোক,
তুমি সুখে শান্তিতে বসবাস করো, এমন কামনা নিয়ে তোমাকে মহা নবমীর শুভেচ্ছা জানাই